দারুস সালামে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর দারুস সালাম এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আবু সিদ্দিক (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তিনি ওই এলাকার একটি মাদ্রাসায় বাবুর্চি হিসেবে কাজ করতেন।

গতকাল বুধবার রাত নয়টার দিকে দারুস সালাম টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। আবু সিদ্দিকের গ্রামের বাড়ি বান্দরবান সদর উপজেলায়। তাঁর বাবার নাম আনজু মিয়া। তিনি দারুস সালাম এলাকার একটি মেসে থাকতেন।

পুলিশ বলছে, টাওয়ারের সামনে আবু সিদ্দিককে দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

পথচারীরা আবু সিদ্দিককে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে অবস্থার অবনতি হলে রাত পৌনে ১১টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন কুমার দত্ত বলেন, আবু সিদ্দিকের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

Leave a Comment