থেমে নেই ইউপি নির্বাচনের সহিংসতা, নিহত আরো ১

ইউপি নির্বাচনের সংঘর্ষ চলছেই। বছরকে বিদায় জানাতে যখন গোটা বিশ্ব ব্যস্ত, প্রস্তুতি চলছে আনন্দ উদযাপনের, তখন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নে ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে হারান বিশ্বাস (৬৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। প্রথমিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার রাতে ওই উপজেলার কাতলাগাড়ী বাজারে এ ঘটনা ঘটে। নিহত হারান বিশ্বাস ওই উপজেলার কৃত্তিনগর আবাসনের বিলাত আলীর ছেলে। সারুটিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন ও সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইছার টিপু চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে কাতলাগাড়ী বাজারে মামুনের এক সমর্থকের সঙ্গে টিপুর সমর্থকের বাগবিতণ্ডা হয়। এ বিরোধ স্থানীয় পুলিশ ক্যাম্পের এক বৈঠকে মিটিয়ে দিলেও সন্ধ্যার পর উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হারান বিশ্বাসকে মৃত ঘোষণা করে। হারান বিশ্বাস নৌকা প্রতীকের সমর্থক ছিলেন।

শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

By নিজস্ব প্রতিবেদক

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *