থাইরয়েড হরমোনের অতিরিক্ত নিঃসরণ

By Dipa Sikder Jyoti Jul 25, 2021

থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোন বের হয় সেগুলো অতিরিক্ত বের হলে তাকে বলে হাইপারথাইরইডিজম।এর বৈশিষ্ট্য নিয়ে আজ আমরা জানব।

*ভয়াতুর থাকা
*অতিরিক্ত কম্পন
*অতিরিক্ত ঘামা
*বিএমআর বেড়ে যাওয়া
*স্থাবিত্ত
*ক্ষুধা বেড়ে যাওয়া
*পেশি দূর্বল হওয়া
*গরম সহ্য করতে না পারা
*হৃৎস্পন্দন বেড়ে যাওয়া
*পালস প্রেশার বেড়ে যাওয়া
*নরম ত্বক
*ঘুম না হওয়া
*ডায়রিয়া
*চোখ বাইরে বেরিয়ে যাওয়া

এসব থেকে দূরে থাকতে আমাদের আয়োডিন সম্পন্ন খাবার খেতে হবে নিয়মিত।

©দীপা সিকদার জ্যোতি

By Dipa Sikder Jyoti

আমি দীপা সিকদার জ্যোতি।লেখাপড়ার পাশাপাশি রংপুর ডেইলীতে স্বাস্থ্য ও শিক্ষা বিভাগে কাজ করছি।সকলের আশীর্বাদ একান্ত কাম্য।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *