টোকিও অলিম্পিক : আবারো দ্রুততম মানবী থমসন

এবারো অলিম্পিকের দ্রুততম মানবীর ঘরে নাম লিখলেন জামাইকার থমসম হেরাহ। এর আগে ব্রাজিলের রিও ডি জেনেরিও অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছিলেন জ্যামাইকার থমসন হেরাহ। টোকিও অলিম্পিকে সেই মুকুট ধরে রেখেছেন তিনি। উপরন্তু এবার সোনা জিতে ভাঙলেন  আগেরবারের রেকর্ড।

স্প্রিন্টে রেকর্ড সময় ১০ দশমিক ৬১ সেকেন্ডে ইভেন্ট শেষ করে প্রথম স্থান দখল করেন  থমসন। এর আগে রিও ডি জেনে রিওতে তার সময় লেগেছিল ১০ দশমিক ৭১ সেকেন্ড। ইভেন্টের বাকি দুটি পদক রূপা ও ব্রোঞ্জ অর্জন করে নিয়েছে জামাইকার আরো দুই প্রতিযোগী। তারা হলেন ১০ দশমিক ৭৪ সেকেন্ড সময় নিয়ে রুপা পদক জয়ী শেলি আন ফ্রাসের এবং  ব্রোঞ্জ পদক জয়ী শেরিকা জ্যাকসন সময়।  তার সময় লেগেছিল  ১০ দশমিক ৭৬ সেকেন্ড।

১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতায় সবচেয়ে বেশি  অ্যাথলেটই ছিলেন জ্যামাইকার,  তিনজন । সুইজারল্যান্ডের অ্যাথলেট ছিলেন দুজন। অন্য তিন অ্যাথলেট যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন ও আইভরি কোস্টের। আশ্চর্যজনক ভাবে জামাইকার তিনজনই  সোনা,  রূপা,  ব্রোঞ্জ পদক জিতে নিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়। আজ শনিবার ৩১ জুলাই দিনটিতে  জামাইকার এই বাজিমাতের সাক্ষী হয়ে রইলো টোকিও অলিম্পিক। 

By নিজস্ব প্রতিবেদক

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *