করোনার ঝুঁকি এড়াতে রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেন যোগাযোগ চালু করার সময় স্টেশনে টিকিট বিক্রি বন্ধ রেখে অনলাইনে টিকিট বিক্রির নিয়ম চালু করে।
আর অনলাইনে টিকিট বিক্রির এ সুযোগ নিয়ে বিভিন্ন ভুয়া জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে এবং কাউন্টারের বিক্রিত টিকিটের দ্বিগুন দামে টিকিট বিক্রি করার অভিযোগে জয়পুরহাটে পাঁচজনকে গ্রফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অতিরিক্ত দামে টিকিট বিক্রির কথা ছড়িয়ে পরলে জেলা পুলিশ সুপারের নজরে আসে।
এরপরেই কালো বাজারে টিকিট বিক্রেতাদের গ্রেফতার করতে অভিযান শুরু করে পুলিশ। বুধবার (৯ জুন) বিকালে শহরের রেলস্টেশন এলাকা থেকে কালোবাজারে ট্রেনের টিকিট বেশি দামে বিক্রির সময় পাঁচজনকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা। গ্রেফতারের বিষয়ে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে বিভিন্ন ভুয়া জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে এবং কাউন্টারের বিক্রি টিকিট দ্বিগুন দামে বিক্রি করে আসছিলেন।
রেলস্টেশন এলাকায় কালো বাজারে টিকিট বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ট্রেনের ৪২ টিকিটসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট পৌর শহরের শান্তিনগর মহল্লার মৃত মোবারক আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৫), আদর্শপাড়া মহল্লার আব্দুল হামিদের ছেলে আব্দুল মমিন (৩২), তেঘর মহল্লার আব্দুল ওহাবের ছেলে রাকিবুল হাসান(২৪), সগুনা মহল্লার আসলাম হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২৬্ সবুজ নগর মহল্লার মোসলেম হোসেনের ছেলে মশিউর রহমান (৪২)। এদিকে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রিতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। গতকাল ৮ জুন থেকে অনলাইনের পাশাপাশি কাউন্টারেও টিকিট বিক্রি করার ঘোষণা দেওয়া হয়। গতবৃহস্পতিবার রেলওয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে নতুন এ সিদ্ধান্তের কথা জানানো।