জয়পুরহাটে উপবৃত্তির টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

জয়পুরহাটে কৌশলে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। অভিভাবকদের অভিযোগ, নগদ অ্যাপে টাকা আসে ঠিকই, তবে উত্তোলনের সময় আর পাননি। শিক্ষকদের কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েও কোন লাভ হয়নি।

জয়পুরহাটে ১ লাখ ৪৪ হাজার ৮শ’ ৩৫ জন প্রাথমিক শিক্ষার্থীকে শিক্ষা সরঞ্জাম কেনার টাকাসহ ৬ মাসের উপবৃত্তি দিয়েছে সরকার। তবে, কিছু অভিভাবকের অভিযোগ-নগদ অ্যাপে টাকা আসার পরই প্রতারক চক্র তা হাতিয়ে নিয়েছে।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন ১৩৯ জন অভিভাবক। তবে, কোন সমাধান হয়নি এখনো। শিক্ষার্থীদের অভিভাবক মৌসুমি আক্তার জানান, টাকা আসছে জানতে পারার পর আমার নগদ অ্যাকাউন্টে ঢুকি। তখন দেখতে পাই আমার টাকাটা ক্যাশআউট হয়েছে। আমি জানতে পারিনি। মঞ্জুরুল ইসলাম জানান, এতো সুন্দর একটা সিস্টেম সরকার করে দিয়েছে কিন্তু আমরা এই প্রতারণার জন্য ক্ষতিগ্রস্থ হচ্ছি।

জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজার রহমান বলেন, কিছু অভিভাবক আমাদের কাছে অভিযোগ করেছেন। তাদের টাকা অ্যাকাউন্ট থেকে হ্যাক হয়েছে। কৌশলে প্রতারক চক্র শিক্ষার্থীদের টাকা হাতিয়ে নিচ্ছে। আমরা এ অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানিয়েছি।’

শিক্ষকরা আরও জানান, প্রতারণা বন্ধে নিজস্ব ব্যাংকিং ব্যবস্থা চালুর পরামর্শ তাদের।

ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম তৌফিকুজ্জামান বলেন, ‘এমন হেনস্থার শিকার হলে, জিডি করতে হবে। জিডি করার পর আমাদেরকে জানালে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

শিক্ষা সরঞ্জাম কেনার ১ হাজার টাকাসহ প্রাথমিকের প্রতিজন শিক্ষার্থী এবার পেয়েছেন ১ হাজার ৪৫০ টাকা।

Leave a Comment