বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের দুটি উপজেলায় বজ্রপাতে স্কুল ছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শঙ্করবাটি-বটতালহাট মহল্লার মেসবাউল হক (৪০), আবদুর রহমান (৫৫) এবং নাচোল উপজেলার ফতেহপুর ইউনিয়নের আলিশপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে ফারজানা খাতুন (১৩)।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ও নাচোল থানার ওসি সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৫ টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবুদিং এলাকায় মেসবাউল হকের আমের বাগানে টিনের শেডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেসবাউল হক ও আবদুর রহমান ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করেন।
অন্যদিকে, নাচোল উপজেলার ফতেহপুর গ্রামের সপ্তম শ্রেণির ছাত্রী ফারজানা বিকেলে আকাশে মেঘ দেখে তার বাড়ির বাইরে হাঁস আনতে যায়। হাঁস নিয়ে ফিরে আসার সময় বিকেল ৫ টার দিকে তিনি বাড়ির বাইরে আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।