চট্টগ্রামে করোনা শনাক্তের সংখ্যা লাখ ছাড়াল

বিশ্বে মৃত্যু ছাড়াল ৫০ লাখবিশ্বে মৃত্যু ছাড়াল ৫০ লাখ

গত বছর ৩ এপ্রিল নগরীতে প্রথম সংক্রমণ শনাক্ত হয়। এরপর গত ১৭ মাসে করোনা শনাক্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন ১২০ জনের সংক্রমণ শনাক্ত হয়। আক্রান্তের হার ১১ দশমিক ৮২ শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, কক্সবাজার মেডিকেল কলেজসহ দশটি ল্যাবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন ১২০ জন পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে শহরের বাসিন্দা ৬২ জন ও দশ উপজেলার ৫৮ জন।

গতকাল করোনায় আক্রান্তদের মধ্যে গ্রামের ৫ জন মারা গেছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৪৬ জন হয়েছে। এর মধ্যে শহরের বাসিন্দা ৬৯৫ জন ও গ্রামের ৫৫১ জন।

সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ৫৯৭ জন। ফলে মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৭৪ হাজার ২৩১ জনে উন্নীত হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বাসসকে জানান, ‘সংক্রমণের নিম্নমুখী প্রবণতা আশা জাগছে। আগের দু’দিন হার ১০ এর নিচে থাকলেও গতকাল সামান্য বেড়েছে। তবে সংক্রমণ হারের এ অবস্থাকে আমরা স্বস্তিদায়ক বলতে পারি না। নিম্নমুখী এ প্রবণতাকে ধরে রাখতে হলে প্রয়োজন বেশি করে স্বাস্থ্যবিধি মেনে চলা। বর্তমানে আমরা লকডাউনের সুফল পাচ্ছি। এখন জীবন-জীবিকার সমন্বয়ের লক্ষ্যে সবকিছুই খুলে দেয়া হচ্ছে, ফলে আমাদের অধিক সচেতন হতে হবে।’

তিনি বলেন, ‘সংক্রমণ হার ৫ এর নিচে এলে স্বস্তিদায়ক বলা যায়। করোনাভাইরাসেকে প্রতিরোধ বা নির্মূলের সবচেয়ে উৎকৃষ্ট পন্থা হলো বিধি-নিষেধসমূহ কঠোরভাবে মেনে চলা। অন্যথায় আমাদেরকে আবারও নাজুক পরিস্থিতির মুখোমুখি হতে হবে।’  

By নিজস্ব প্রতিবেদক

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *