গত ২৪ ঘন্টায় ২১৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও নতুন করে ২১৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৯,৩৬৯ জন।


দেশে করোনা প্রথম সংক্ৰমের পর এখন পর্যন্ত ১২,৪৯৪৮৪ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মোট ২০,৬৮৫ জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ পরীক্ষা করা হয়েছে মোট ৩০,৯৮০টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হলো ৭৭,৪০৮৯৪টি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১৩,৯৭৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০,৬৪১৯৫ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে মোট ৩০,৯৭৬ জনের। পরীক্ষা করা হয়েছে ৩০,৯৮০টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০.২৪%। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৭,৪০৮৯৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬.১৪%।

করোনাভাইরাসে দেশে প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের মার্চ মাসের ৮ তারিখ। তার ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম ১ জনের মৃত্যু হয়।

Leave a Comment