খেলতে গিয়ে পানিতে প্রাণ গেল শিশুর

মাদারীপুরের শিবচরে বালু রাখার জায়গায় সৃষ্টি হওয়া গর্তে জমে থাকা পানিতে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার মাদবরচর ইউনিয়নের শুক্কুর হাওলাদারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম হামিম। সে ওই গ্রামের হানিফ মাতুব্বরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হামিমের বাড়ির পেছনে খননযন্ত্র দিয়ে উত্তোলন করা বালু রাখার জায়গা রয়েছে। সে জায়গায় বৃষ্টির পানি জমে গর্তের মতো হয়ে যায়। শিশু হামিম খেলতে গিয়ে ওই গর্তের পানিতে পড়ে যায়। এদিকে পরিবারের লোকজন না পেয়ে হামিমকে খুঁজতে থাকেন। দীর্ঘ সময় পরে বাড়ির পেছনে তাকে পানিতে ভাসতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। হামিমকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে নেওয়ার আগেই সে মারা যায়।

প্রতিবেশী মো. জয়নুল বলেন, বৃষ্টির কারণে বালু রাখার জায়গায় প্রায় হাঁটুসমান পানি জমে আছে। স্থানীয় শিশু-কিশোরেরা ওই পানিতে বিভিন্ন সময় খেলাধুলাও করে। দুপুরের কোনো একসময় খেলতে খেলতে শিশুটি ওখানে গেলে হয়তো পা পিছলে পড়ে যায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Comment