ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশ ডিওডেনাম

By Dipa Sikder Jyoti Sep 5, 2021

আমাদের ক্ষুদ্রান্ত্রের একটি অংশ হলো ডিওডেনাম।এর চারটি অংশ আছে।
১.প্রথম অংশ
২.দ্বিতীয় অংশ
৩.তৃতীয় অংশ
৪.চতুর্থ অংশ
-প্রথম অংশের দৈর্ঘ্য ৫ সে.মি
-দ্বিতীয় অংশের দৈর্ঘ্য ৮-১০ সে.মি
-তৃতীয় অংশের দৈর্ঘ্য ১০ সে.মি
-চতুর্থ অংশের দৈর্ঘ্য ২.৫ সে.মি

এর প্রথম অংশের কিছু আলাদা বৈশিষ্ট্য আছে।যেমন-
*এটি ডিওডেনামের সবচেয়ে নড়নক্ষম অংশ
*এন্ড আর্টারি দিয়ে সংবহন পায়
*পেপটিক আলসার দিয়ে আক্রান্ত হয়
*সারকুলার মিউকাস ফোল্ড থাকেনা

ডিওডেনামে চারটি কোট থাকে-
*সেরাস
*মাসকুলার
*সাবমিউকাস
*মিউকাস

আমাদের গ্রহণ করা খাদ্য পাকস্থলীর পর ডিওডেনামে আসে।খাদ্য পরিপাকে এটি অনেক গুরুত্বপূর্ণ।

©দীপা সিকদার জ্যোতি

By Dipa Sikder Jyoti

আমি দীপা সিকদার জ্যোতি।লেখাপড়ার পাশাপাশি রংপুর ডেইলীতে স্বাস্থ্য ও শিক্ষা বিভাগে কাজ করছি।সকলের আশীর্বাদ একান্ত কাম্য।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *