কারিগরি ত্রুটি’র কারণে ডিএসই-তে লেনদেন বন্ধ

কারিগরি ত্রুটির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের লেনদেন বন্ধ রয়েছে। তবে ঠিক কী কারণে এই সমস্যা দেখা দিয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি ডিএসই কর্তৃপক্ষ।

রবিবার বেলা ১১টা ৯ মিনিট থেকে দেশের প্রধান পুঁজিবাজারে লেনদেন বন্ধ হয়ে যায়। কবে নাগাদ লেনদেন শুরু হতে পারে ডিএসই তা নির্দিষ্ট করে বলতে পারেনি।

ডিএসই সূত্র জানিয়েছে, কী কারণে এ সমস্যা দেখা দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে- ম্যাচিং ইঞ্জিনে কোনো ত্রুটির কারণে এমনটা হয়েছে। সংশ্লিষ্ট ভেন্ডরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিকুল আমিন ভূঁইয়া বলেন, সার্ভারে সমস্যা হয়েছে। সার্ভার বলতে মূলত ম্যাচিংয়ের সমস্যা। বিষয়টি সমাধানের কাজ চলছে।

সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা আসলে এখনো কোনো ফিডব্যাক পাইনি যে, কতক্ষণের মধ্যে ঠিক হবে।

ডিএসই এমডি বলেন, সাধারণত একটা অর্ডার দিলে সেটা ম্যাচ হলে কনফার্মেশনটা ফেরত যায়। কানেকটিভিটিটা ডিসকন্টিনিউ হচ্ছে। পুরো সিস্টেম এখন ডাউনই বলা যায়।

তিনি বলেন, আমাদের লোকজন সমস্যা চিহ্নিত করছেন। ভেন্ডরের সঙ্গে যোগাযোগ করছেন। আমাদের আইটি টিমও কাজ করছেন।

এদিকে লেনদেন বন্ধের আগমুহূর্ত পর্যন্ত সূচকের ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন চলছিল। প্রধান সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৬,৩২২ পয়েন্টে উন্নীত হয়। লেনদেন হয়েছিল ৫২৯ কোটি ৮৫ লাখ টাকা।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে ২০৫টির দর বাড়ে। দর কমে ১৫২টির। আর অপরিবর্তিত ছিল ২২টি সিকিউরিটিজের দর।

Leave a Comment