করোনা: রাজশাহী মেডিকেলে আরও ১৪ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে বুধবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়। করোনা আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন। করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ১৯ জন মারা যান।

এ নিয়ে চলতি মাসের ৪ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট মারা গেলেন ৬৬ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ২৪ জন ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৩৪ জন মারা গেছেন।

করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ৮ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ৩ জন, কুষ্টিয়ার ১ জন, চুয়াডাঙ্গার ১ জন। এদের মধ্যে ৮ জন নারী এবং ৬ জন পুরুষ।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে ৭ জনের বয়স ৬১ বছরের ওপরে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন।

হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৮ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩০ জন। বুধবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪০২ জন।

এর মধ্যে ১৮৮ জনের করোনা পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৩৫ জন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন আছেন ৭৯ জন।

এদিকে, রাজশাহী সিভিল সার্জন অফিসের তথ্যমতে, মঙ্গলবার রাজশাহীতে ৮২৩ জনের নমুনা পরীক্ষা করে ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ২৫ ভাগ।

Leave a Comment