করোনার নতুন লক্ষণ গুলো কী কী..

রূপ বদলেছে করোনার।  আরো ভয়াবহ রূপে দেখা দিচ্ছে এই ভাইরাস। করোনায় আক্রান্তদের মধ্যে  নতুন কিছু উপসর্গও দেখা দিচ্ছে। যা আগে এই ভাইরাসে আক্রান্তদের মাঝে দেখা যেত না। তাই সকলের করোনাভাইরাসের নতুন ও পুরানো উপসর্গ সম্পর্কে জানা দরকার। 

করোনার পুরোনো উপসর্গের মধ্যে ছিল জ্বর, হাচি, কাশি,  শ্বাসকষ্ট,  মাথা ব্যথা,  গা ব্যথা। তবে এখন জানা যাচ্ছে  নতুন কিছু উপসর্গ সম্পর্কে যা আগের থেকে একদমই ভিন্ন। বেশিরভাগ কোভিড রোগীর মধ্যেই এসব লক্ষণ দেখা যাচ্ছে এখন।   

নতুন উপসর্গ সমূহ –

১. ফোলা জিহ্বা 

২.চোখ জ্বালাপোড়া 

৩.হাত ও পায়ের তালুর রং ফ্যাকাশে হওয়া 

৪.হাতের তালুতে জ্বালাপোড়া 

৫.পায়ের তালুতে লালচে ভাব

৬.ডায়রিয়া 

৭.মুখে ঘা 

৮.শ্রবণশক্তি কমে যাওয়া 

৯.দৃষ্টিশক্তি খারাপ হওয়া 

কোভিডের নতুন স্ট্রেইন এর সংক্রমণের জন্য এই লক্ষন গুলো বর্তমানে বেশি দেখা যাচ্ছে ।  আর এখন তুলনামূলকভাবে অল্পবয়সীদের আক্রান্তের হারও বাড়ছে।  নতুন উপসর্গ নিয়ে আরো বিশ্লেষণ করছেন এখনো গবেষকরা। শতভাগ নিশ্চিত হতে আরো পর্যবেক্ষণ প্রয়োজন রয়েছে।

By নিজস্ব প্রতিবেদক

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *