একটি দীর্ঘশ্বাস

মাঝে মাঝে ভাবতে ভালোলাগে,
মন খারাপের বিকেলে
আনমনা এই আমিকে
বিলীন করে দিতে ইচ্ছে করে
আকাশের ঐ বিশালতার মাঝে।

ইচ্ছে করে দূর অজানার
কোন এক দিগন্তে
অস্তমিত সূর্যের সেই অপূর্ব দৃশ্য
দু’চোখ ভরে দেখতে।

শীতের সকালের শিশিরে সিক্ত
ঘাসগুলোর সাথে একটু
খুনসুটি করতে ইচ্ছে করে।
ইচ্ছে করে ঘাসের জমানো শিশির বিন্দুগুলোতে নিজের আলতা রাঙা
পা দু’টো ভেজাতে।

সন্ধ্যার আকাশে ছুটে চলা
ব্যস্ত পাখিগুলোর মত
আমারও ছুটে চলতে ইচ্ছে করে।
আমারও ইচ্ছে করে আকাশ ছুঁতে আর
বাতাসের সাথে গল্প করতে করতে
একসাথে ভেসে বেড়াতে।

কিন্তু জগতের পিছুটান আর
সমস্ত সম্পর্কের বিনিসূতা
আমাকে এমনভাবে আষ্টেপৃষ্টে
বেঁধে রেখেছে যে,
আমি এখন ব্যর্থ প্রেমিকার
পুরাতন প্রেমিকের জন্য ফেলা
একটি দীর্ঘশ্বাস মাত্র!!!


কলমে: মেহেজাবীন শারমিন প্রিয়া

Leave a Comment