একই পরিবারে ৩ জনের মৃত্যু ৯ ঘণ্টার ব্যবধানে

হাসপাতালে চিকিৎসাধীন নানার মৃত্যুর খবর শুনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান মা। নানা ও মায়ের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায় ছোট্ট শিশুটিও। এক দিনে একই পরিবারের তিনজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শ্রীকুটা গ্রামে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে মারা যান সাজিদুর রহমান (৮২)। বাবার মৃত্যুর খবর শুনে তাঁর মেয়ে সুরাইয়া আক্তার (৪৫) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান দুপুরে। মায়ের মৃত্যুর কয়েক ঘণ্টা পর বিকেলে মারা যায় তাঁর মেয়ে সৈয়দা উলফাত (১২)।

হবিগঞ্জের চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরাইয়া আক্তার ও তাঁর মেয়ে সৈয়দা উলফাত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শ্রীকুটা গ্রামের বাসিন্দা সাজিদুর রহমান ওরফে আরজু মিয়া ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ছয়টার দিকে মারা যান। তাঁর মৃত্যুর খবর পরিবারের লোকদের মধ্যে জানাজানি হলে কান্নাকাটি শুরু হয়। একপর্যায়ে দুপুরে উপজেলা সদরের উত্তর বাজারে নিজ বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান সাজিদুরের মেয়ে সুরাইয়া আক্তার। মায়ের মৃত্যুর খবর শুনে বিকেল চারটার দিকে মারা যায় সুরাইয়া আক্তারের মেয়ে উলফাত।

চুনারুঘাট উবাহাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রজব আলী বলেন, ৯ ঘণ্টার ব্যবধানে একে একে পরিবারের তিনজনের মৃত্যুতে এলাকাবাসী হতবিহ্বল হয়ে পড়ে। মাগরিবের নামাজের পর স্থানীয় শ্রীকুটা হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

Leave a Comment