ইসরায়েলি হামলার উপযুক্ত জবাব দেওয়ার প্রতিশ্রুতি হিজবুল্লাহ’র

ইসরায়েলি বিমান হামলা নিয়ে লেবাননের হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ বললেন, দেশটির যেকোনো হামলার ‘উপযুক্ত ও আনুপাতিক’ জবাব দিতে প্রতিশ্রুতিবদ্ধ তারা।

কয়েক বছরের মধ্যে প্রথমবার গত বৃহস্পতিবার লেবাননের মাটিতে আকাশ থেকে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে রকেট ছুড়ে হিজবুল্লাহ।

আল জাজিরা জানায়, ২০০৬ সালে ইসরায়েলের সঙ্গে সর্বশেষ যুদ্ধের বার্ষিকীতে শনিবার টেলিভিশন ভাষণে নাসরুল্লাহ বলেন, আমাদের প্রতিক্রিয়া দক্ষিণ লেবাননে ১৫ বছরের মধ্যে প্রথম ইসরায়েলি হামলার সঙ্গে যুক্ত।

আরও বলেন, আমরা শত্রুদের বলতে চাই… লেবাননে ইসরায়েলি বিমানবাহিনী যেকোনো হামলার জবাব অবশ্যই দেওয়া হবে। সেটা হবে উপযুক্ত ও সমানুপাতিক। কারণ আমরা দেশ রক্ষায় কাজ করছি।

বিমান হামলাকে ‘খুব বিপজ্জনক অগ্রগতি’ হিসেবে বর্ণনা করেন নাসরুল্লাহ। এও জানান, হিজবুল্লাহ যুদ্ধ চায় না, তবে সে পরিস্থিতির জন্য প্রস্তুত আছে।

বৃহস্পতিবারের আগে লেবাননে ২০১৪ সালে সর্বশেষ বিমান হামলা চালায় ইসরায়েল।

শুক্রবার সকালে হিজবুল্লাহ ইসরায়েলি অবস্থানে রকেট হামলার পর জবাবে গোলবর্ষণ আসে। জাতিসংঘ একে ‘অতি বিপজ্জনক পরিস্থিতি’ বলে উল্লেখ করে। তবে ইসরায়েল জানায়, তারা পুরোদস্তুর যুদ্ধে নামতে চায় না।

২০০৬ সালে ৩৩ দিনের যুদ্ধ ১২শ’ লেবাননি নিহত হয়, যাদের বেশির ভাগ বেসামরিক নাগরিক। অন্যদিকে ইসরায়েলে নিহত ১৬০ জনের বেশির ভাগই সেনা।

Leave a Comment