ইউরোপের দেশগুলো বিশ্বকাপ বয়কট করতে পারে

ইউরোপের দেশগুলো বিশ্বকাপ বয়কট করতে পারেইউরোপের দেশগুলো বিশ্বকাপ বয়কট করতে পারে

দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের চিন্তা ভাবনা করছে ফিফা। এত দিন মুখে মুখে ঘুরলেও গতকাল আনুষ্ঠানিকভাবেই প্রস্তাব দেওয়া হয়েছে। গত মে মাসে সৌদি আরব যে প্রস্তাব তুলেছে, সেটা ফুটবলে অনুন্নত দেশগুলোর কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু এই জনপ্রিয়তার মুখেও সে প্রস্তাব এগোবে কি না, এ নিয়ে প্রশ্ন জাগছে। কারণ, উয়েফা হুমকি দিয়ে রেখেছে, দরকার হলে বিশ্বকাপে খেলবে না ইউরোপের কোনো দল।

উয়েফা সভাপতি আলেক্সান্দর সেফেরিন তো কদিন আগেই এ ব্যাপারে তাঁর অমত জানিয়ে দিয়েছিলেন। এবার দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজন নিয়ে আপত্তি জানিয়েছেন বিশ্ব অ্যাথলেটিকসের সভাপতি সেবাস্তিয়ান কো। অলিম্পিকের মতো আয়োজন এতে বাধাগ্রস্ত হবে বলে ধারণা করছেন কো।

এমনিতেই আন্তর্জাতিক ফুটবলের জন্য ফুটবলারদের ছাড়তে আপত্তি থাকে ইউরোপের শীর্ষ লিগের দলগুলোর। এখন প্রতি দুই বছর পরপর বিশ্বকাপ ও ইউরো আয়োজনের কথা বলছে ফিফা। তার মানে আর দুই বছর পর পর নয়, প্রতি বছরই কোনো না কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে হবে শীর্ষ ফুটবলারদের। এই বাড়তি ফুটবল খেলাটা তাঁদের ক্লাব ক্যারিয়ারকেই প্রশ্নের মুখে ফেলে দিতে পারে। তাই ইউরোপের আরও ৩৬টি লিগের মতো ইংলিশ প্রিমিয়ার লিগও একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ফিফার প্রস্তাবের বিরুদ্ধে। যেখানে তারা সবাই একাত্ম হয়ে দৃঢ়ভাবে ফিফার বিরোধিতা করার ঘোষণা দিয়েছে।

ফিফার বৈশ্বিক উন্নয়ন বিভাগের প্রধান আর্সেন ওয়েঙ্গার বলছেন, ২০২৮ সাল থেকেই দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজন করা সম্ভব। অর্থাৎ ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকের কয়েক সপ্তাহ আগে হবে বিশ্বকাপ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য কো এ প্রস্তাব মানতেই পারছেন না, ‘আমি এর পেছনে কোনো ভালো কারণ খুঁজে পাচ্ছি না। হয়তো অপ্রকাশ্য লাভ থাকতেও পারে কিন্তু গ্রীষ্মকালীন খেলাগুলো (অ্যাথলেটিকস) এ ব্যাপারে অনেক রক্ষণশীল। কারণ, এমনিতেই সংবাদমাধ্যমের নজর পেতে কষ্ট হয়। দুই বছর পর পর বিশ্বকাপ হলে অলিম্পিক গেমসের সঙ্গে এ ব্যাপারে সমস্যা হবেই।’

এভাবে আর্থিক লাভের জন্য খেলোয়াড়দের বিপদে ফেলাটা মানতে পারছেন না কো, ‘আমি অনেক বড় ফুটবল ভক্ত। কিন্তু আমার মনে হচ্ছে, এটা অনেক খেলোয়াড়কে বেশ বড় শারীরিক ধকলের মধ্যে ফেলে দেবে। ক্লাব ও লিগগুলো এর বিপক্ষে। আমার মন বলছে, আপনি চাইলে আরও খেলা ক্যালেন্ডারে ঢোকাতে পারবেন, কিন্তু মাঝে মাঝে কমই বেশি (ভালো)।’

কো শুধু আবেদনই রাখতে পারছেন, কিন্তু সেফেরিনের পক্ষে সম্ভব কিছু করা। এবং উয়েফা সভাপতি সেটা করার ঘোষণা দিয়ে রেখেছেন। দ্য টাইমসকে বলেছেন, ‘আমরা এখানে না খেলার সিদ্ধান্ত নিতে পারি। আমি যত দূর জানি দক্ষিণ আমেরিকার দলগুলোও এ ব্যাপারে আমাদের সঙ্গে আছে। তাহলে এমন এক বিশ্বকাপ আয়োজন করার জন্য শুভ কামনা। আমার ধারণা, এটা কখনোই ঘটবে না কারণ, এটা ফুটবলের মূল নীতির বিপক্ষে। প্রতি মৌসুমে এক মাস ধরে একটা টুর্নামেন্ট, খেলোয়াড়দের মেরে ফেলার উপায়।’

By নিজস্ব প্রতিবেদক

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *