ইউপি নির্বাচন নিয়ে সহিংসতায় মোংলায় নারী নিহত

ইউপি নির্বাচন নিয়ে সহিংসতায় মোংলায় নারী নিহতইউপি নির্বাচন নিয়ে সহিংসতায় মোংলায় নারী নিহত

মোংলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন। 

পুলিশ ও নিহতের স্বজন মহসিন এবং মোয়াজ্জেম মোড়ল জানান, উপজেলার চাঁদপাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর চাঁদপাই গ্রামের মেম্বর প্রার্থী ও বর্তমান মেম্বর মতিয়ার রহমান মোড়লের (৬০) ওপর রবিবার রাত সাড়ে ৮টার দিকে  হামলায় চালায় অপর মেম্বর প্রার্থী শফিকুল শেখের (৩৫) লোকজন। এ সময় শফিকুলের লোকজনের হামলায় ঘটনাস্থলেই মারা যান ফাতেমা বেগম (৬৫)।

এ ছাড়া গুরুতর আহত হন বর্তমান মেম্বর ও মেম্বর প্রার্থী মতিয়ার রহমান মোড়ল, বোরহান শেখ (৩৫), ইস্রাফিল শেখ (২৭) ও আউয়াল মোড়ল (৪০)। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম বলেন, হাসপাতালে আনার পর আমরা ফাতেমা বেগমকে মৃত পাই। 

তিনি বলেন, নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। 

মতিয়ার মেম্বর বলেন, আমার ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ প্রার্থী শফিকুল ও তার লোকজন। এতে আমার একজন সমর্থক নারী নিহত ও আমিসহ চারজন আহত হয়েছি।

এ ঘটনায় প্রতিপক্ষ সফিকুল শেখ বলেন, মতিয়ার মেম্বর টাকা বিলি করছিল, তখন আমরা তাকে বাধা দিই। আর যিনি মারা গেছেন, তিনি স্ট্রোক করে মারা গেছেন। 

ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ১০টায় হাসপাতালে আসেন মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবাল। 

মোংলা থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত চলছে, তবে কীভাবে মারা গেছে তা ডাক্তার বলবে। 

এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি বলে জানান তিনি।

By নিজস্ব প্রতিবেদক

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *