আপনার লিভারের আশপাশ

By Dipa Sikder Jyoti Sep 14, 2021

আমাদের শরীরের অনেক প্রয়োজনীয় একটি অংশ হলো লিভার বা যকৃত।
এর দুইটি সার্ফেস আছে-
*প্যারাইটাল
*ভিসেরাল
প্যারাইটাল সার্ফেসের আবার চারটা অংশ-
*সুপিরিয়র
*এন্টেরিয়র
*পোস্টেরিয়র
*রাইট ল্যাটারাল
এই রাইট ল্যাটারাল সার্ফেসের আশেপাশে কি কি থাকে আজ আমরা সেই সম্পর্কে জানব।

এখানে থাকে-
*ডায়াফ্রামের ডান পাশের নিচের অংশ
*ডান দিকের ৭-১১ পর্শুকা
*পর্শুকা আর ডায়াফ্রামের মাঝে আছে-
-উপরে ডান ফুসফুস,ডান প্লুরাল স্যাক
-মাঝে ডান প্লুরার কোসটোডায়াফ্রাগমেটিক রিসেস
-নিচে কোনো ফুসফুস বা প্লুরা থাকে না।
এখানে ডায়াফ্রাম সরাসরি ১০-১১ পর্শুকার সংস্পর্শে আসে।

এই অংশের অনেক গুরুত্ব আছে।লিভারের নিডল বায়োপসির ক্ষেত্রে এই অংশ গুরুত্বপূর্ণ।

©দীপা সিকদার জ্যোতি

By Dipa Sikder Jyoti

আমি দীপা সিকদার জ্যোতি।লেখাপড়ার পাশাপাশি রংপুর ডেইলীতে স্বাস্থ্য ও শিক্ষা বিভাগে কাজ করছি।সকলের আশীর্বাদ একান্ত কাম্য।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *