আধুনিক ও ইসলামী স্থাপত্য বায়তুল আহাদ মসজিদ

বায়তুল আহাদ হলো জাপান মসজিদ। আর জাপান মসজিদ নাগোয়ার উপকণ্ঠে সুশিমায় অবস্থিত । আর এটি একটি আহমাদিয়া বিশ্বাসী মুসলিমদের মসজিদ। এটি চালু করা হয় ২০১৫ সালের ২০শে নভেম্বর । পঞ্চম খলিফা মির্জা মাসরুর আহমেদ মসজিদের

উদ্ভোধন করেন আহমাদিয়া মুসলিম সম্প্রদায়ের । মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় মসজিদ জাপানে আহমাদিয়া। আর জাপানে বসবাসরত অধিকাংশ আহমাদিয়া মুসলিম জনগোষ্ঠী পাকিস্তান হতে আসা। তবে তাদের খুব অল্পই জন্মসূত্রে জাপানি। একসাথে নামায আদায় করতে পারেন এই মসজিদে একসাথে ৫০০ জন মানুষ ।

বায়তুল আহাদ স্থাপত্য :
একই সাথে আধুনিক ও ইসলামী স্থাপত্য রীতির মিশ্রণ ঘটেছে বায়তুল আহাদ-জাপান মসজিদে । কিন্তু গঠনশৈলী ও কারুকলায় আধুনিক উপকরণ ব্যবহার করা হয়েছে এবং সুউচ্চ মিনার ও গম্বুজ ইসলামী ভাবধারা ধারণ করে হয়ে । আর মসজিদটিতে মোট

মিনার আছে চারটি, যা প্রধান প্রার্থনা কক্ষের চার কোনায় সীমান্ত প্রাচীরের সাথে অবস্থিত। আর মসজিদের একদম মাঝখানে ছাদের উপরে গম্বুজ বসানো হয়েছে। তবে মসজিদের প্রবেশপথ কাবা গৃহের আদলে তৈরী করা হয়েছে। এই মসজিদটি সাদা ও

ধূসর রঙ ও রঙের উপকরণ দ্বারা সজ্জিত করা হয়েছে ও চারিদিকে প্রাচীরবেষ্টিত । আর জাপান মসজিদ ইসলামের আহমাদিয়া সম্প্রদায়ের রীতি অনুসরণ করে পরিচালিত হয়। তবে মসজিদটি সপ্তাহে প্রতিদিন খোলা থাকে।আর এখানে প্রতি দিন ৫ বার নামায পড়া হয়। তবে শুক্রবার ও রমজান মাসে এখানে বিশেষ আয়োজন করা হয়ে থাকে ।

Leave a Comment