আজ দ্বিতীয় ডোজের টিকা পাবে সোয়া ৬৬ লাখ মানুষ

দেশে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের আওতায় আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এক দিনের হিসাবে সর্বোচ্চ দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর এক দিনে প্রথম ডোজ টিকা নিয়েছিলেন ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জন। তাঁরাই আজ দ্বিতীয় ডোজ টিকা নেবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান কার্যক্রমের পরিচালক ডা. শামসুল হক গতকাল বুধবার বুলেটিনে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনের আওতায় গত ২৮ সেপ্টেম্বর যাঁরা প্রথম ডোজ নিয়েছেন, তাঁরা বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দ্বিতীয় ডোজ নিতে পারবেন। প্রয়োজন হলে স্থানীয় সিদ্ধান্ত অনুসারে ৩টার পরও টিকাদান চলতে পারে। এরই মধ্যে এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টিকা পৌঁছে গেছে সব কেন্দ্রে। এলাকায় এলাকায় মাইকিং করা হয়েছে মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য। পরিচালক বলেন, এ ক্ষেত্রে কেন্দ্র পরিবর্তন করে টিকা দেওয়ার সুযোগ থাকবে না। যে কেন্দ্রে প্রথম ডোজ দেওয়া হয়েছে, সেখানেই দ্বিতীয় ডোজ দিতে হবে।

Leave a Comment