রংপুর বিভাগে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে একদিনে নতুন করে ১৬ জনের দেহে । এটি টানা দ্বিতীয় দিনের মতো সর্বনিম্ন শনাক্ত গত এক মাসের মধ্যে। তবে একই সময়ে করোনা আক্রান্ত হয়ে কোন মৃত্যু নেই। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আহাদ আলী শুক্রবার (৭ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেন ।
তিনি বলেন, ৫ জেলায় ১৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে ,শুক্রবার (৭ মে) সকাল ৮ টা পর্যন্ত একদিনে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে। মোট ১৮ হাজার ১৪৪ জন আক্রান্ত পাওয়া গেছে ,এ নিয়ে বিভাগে ১ লাখ ২৭ হাজার ৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তবে এছাড়া ৩৫৫ জনের মৃত্যু হয়েছে। আর এ পর্যন্ত মোট ১৬ হাজার ৯৯১ জন রোগী সুস্থ হয়েছেন। তবে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, ২৪ ঘন্টায় রংপুর বিভাগের দিনাজপুরে ৯, নীলফামারীতে ৩, রংপুরে ২, গাইবান্ধা ও পঞ্চগড় জেলায় একজন করে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
তবে এ নিয়ে এখন পর্যন্ত দিনাজপুর জেলায় ৫ হাজার ৪৭১ জন আক্রান্ত ও ১২৮ জনের মৃত্যু হয়েছে। আর রংপুর জেলায় ৪ হাজার ৭২৮ জন আক্রান্ত ও ৮২ জনের মৃত্যু, ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৬৪৯ জন আক্রান্ত ও ৩৮ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৭১৯ জন আক্রান্ত ও ২১ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৫৩৬ জন অক্রান্ত ও ৩৪ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ১৬৫ জন আক্রান্ত ও ১৮ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ৪৬ জন আক্রান্ত ও ১৩ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৮৩০ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে।
তবে এদিকে করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৯৬ জনসহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১ লাখ ৩ হাজার ৬৮৩ জন। আর একই সময়ে ১৯৯ জনসহ মোট ১ লাখ ৪১৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। তবে রংপুর বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু দিনাজপুরে। আর এছাড়া সবচেয়ে কম আক্রান্ত পঞ্চগড়ে ও মৃত্যু কম লালমনিরহাট জেলায়।