আওয়ামী লীগের ১৩ প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই

দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের তিন উপজেলার ৩৯ ইউনিয়নে ১০৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সীতাকুণ্ডের চার ও মিরসরাইয়ের নয়টিসহ মোট ১৩ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ছাড়া কেউ মনোনয়নপত্র জমা দেননি। 

ফলে যদি কোনো প্রার্থী মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ না পড়েন, তাহলে তারাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হবেন।

মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে গত রবিবার (১৭ অক্টোবর) এসব মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিস।  

এ প্রসঙ্গে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে চট্টগ্রামের ৩৯ ইউনিয়নে ১০৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে একাধিক ইউনিয়নে একক প্রার্থী রয়েছে। এ ছাড়া সংরক্ষিত সদস্য পদে ৩০৬ এবং সাধারণ সদস্য পদে ১৪০৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ২১ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন। আপিলের শেষ তারিখ ২৪ অক্টোবর।  

আইন অনুযায়ী, যাচাই-বাছাই শেষে যদি তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা হবে। এ ক্ষেত্রে যাদের প্রতিদ্বন্দ্বী নেই, তাদের বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। 

যাদের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই তারা হলেন সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নে এইচ এম তাজুল ইসলাম নিজামি, মুরাদপুর ইউনিয়নে এস এম রেজাউল করিম, কুমিরা ইউনিয়নে মো. মোরশেদ হোসেন চৌধুরী, সোনাইছড়ি ইউনিয়নে মনির আহমদ এবং মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে এনায়েত হোসেন, ধুম ইউনিয়নে আবুল খায়ের মোহাম্মদ জাহাঙ্গীর, ওসমানপুর ইউনিয়নের আওয়ামী লীগ লীগ প্রার্থী মো. মফিজুল হক, কাটাছড়া ইউনিয়নে রেজাউল করিম চৌধুরীর হুমায়ুন, মঘাদিয়া ইউনিয়নে জাহাঙ্গীর হোসাইন, মায়ানি ইউনিয়নে কবির আহমদ নিজামী, সাহেরখালী ইউনিয়নে মো. কামর“ল হায়দার চৌধুরী, হাইতকান্দি ইউনিয়নে জাহাঙ্গীর কবির চৌধুরী, ইছাখালী ইউনিয়নে মো. নুরুল মোস্তফা।

Leave a Comment