আইসিসির ‘ভুলে’ বিপাকে দর্শকরা, ভারত-পাকিস্তানের গ্রুপে অনিশ্চিত বাংলাদেশ

আইসিসির ‘ভুলে’ বিপাকে দর্শকরা, ভারত-পাকিস্তানের গ্রুপে অনিশ্চিত বাংলাদেশ

প্রস্তুতি ম্যাচে হারের পর স্কটল্যান্ডের বিপক্ষেও পরাজয়ের পর হতাশ হয়েছিলেন বাংলাদেশ দলের সমর্থকরা। মাহমুদউল্লাহদের সুপার টুয়েলভে উঠার আশা ছেড়ে দিয়েছিলেন অনেকে। তবে ওমানের বিপক্ষে সাকিবের অলরাউন্ডিং পারফরম্যান্সে ২৬ রানে জয় পায় বাংলাদেশ। তাতে ফের আশা জাগে বাংলাদেশের সুপার টুয়েলভে ওঠার বিষয়টি। তবে এখন দুটি প্রশ্ন সামনে এসেছে। তাহলো – গ্রুপ চ্যাম্পিয়ন হলে সুপার টুয়েলভে কোন কোন দেশের বিপক্ষে খেলবে বাংলাদেশ? আর রানার্সআপ হলে কোন কোন দেশকে পাবে বাংলাদেশ?

এর জবাব অবশ্য বিশ্বকাপ শুরুর আগেই দিয়ে রেখেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তারা বলেছিল – প্রথম রাউন্ডে বাংলাদেশ ও শ্রীলংকা নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হোক রানার্সাআপই হোক, সুপার টুয়েলভে টাইগাররা ‘গ্রুপ টু’ এ এবং লঙ্কানরা ‘গ্রুপ ওয়ান’ এ খেলবে। অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের পাওয়ার কথা ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ডকে। কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার পর হুট করেই সেই নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি। তাদের পূর্বঘোষিত সূচিকে ‘ভুল’ বলেছে আইসিসি।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায় তাদের আগে নেওয়া সিদ্ধান্তে বদল এসেছে।তারা জানিয়েছে, প্রথম পর্বের প্রতিযোগিতা শেষে দলের অবস্থানের ওপর নির্ভর করেই নির্ধারিত হবে সুপার টুয়েলভের গ্রুপ। অর্থা’ বাংলাদেশ বি গ্রুপ রানার্সআপ হলে ‘গ্রুপ ওয়ান’ না পড়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের ‘গ্রুপ ওয়ান’ এ পড়বে। অবশ্য যে কোনো গ্রুপেই পড়ুক। সব শক্তিশালী দলগুলোর বিপক্ষেই লড়তে হবে বাংলাদেশকে। তবে আইসিসিরি এমন সিদ্ধান্তে বিপাকে পড়বেন বাংলাদেশি দর্শকরা। কারণ নিজ দেশের খেলা দেখতে অনেকেই ‘গ্রুপ টু’ এর ম্যাচগুলোর টিকিট কেটে রেখেছেন।

By নিজস্ব প্রতিবেদক

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *