রংপুর জেলার আটটি উপজেলার ৭৬টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার ২৪ লাখ ২২ হাজার ৯১৫ জন অসহায়-দুস্থ পাবে এই বিশেষ বরাদ্দের টাকা।
রংপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা গেছে, কাউনিয়া উপজেলার ছয়টি ইউনিয়নের ৪৪ হাজার ৮৪৫ জনকে দুই কোটি ১৮ লাখ চার হাজার ৩০০ টাকা, বদরগঞ্জের ১০টি ইউনিয়নের ৫৫ হাজার ৬২৪ জনকে দুই কোটি ৫০ লাখ ৩০ হাজার ৮০০ টাকা, তারাগঞ্জের পাঁচটি ইউনিয়নের ২৭ হাজার ২৯৯ জনকে এক কোটি ২২ লাখ ৮৪ হাজার ৫৫০ টাকা, গংগাচড়ার ৯টি ইউনিয়নের ৫০ হাজার ৫৫৮ জনকে দুই কোটি ২৭ লাখ ৫১ হাজার ১০০ টাকা, পীরগঞ্জের ১৭টি ইউনিয়নের ৬৭ হাজার ৭৫০ জনকে তিন কোটি ৪৮ লাখ সাত হাজার ৫০০ টাকা, মিঠাপুকুরের ১৭টি ইউনিয়নের ৮৯ হাজার ১০১ জনকে চার কোটি ৯৫ হাজার ৪৫০ টাকা। পীরগাছার ৯টি ইউনিয়নের ৫৪ হাজার ৭০৩ জনকে দুই কোটি ৫৬ লাখ ১৬ হাজার ৩৫০ টাকা, রংপুর সদরের পাঁচটি ইউনিয়নের ২৬ হাজার ৮৬৫ জনকে এক কোটি ২০ লাখ ৮৯ হাজার ২৫০ টাকা দেয়া হবে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান জানান, প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার অসহায়-দুস্থদের তালিকা তৈরির নির্দেশ দেয়া হয়েছে। এবারই প্রথম ভিজিএফ কার্ডে ছবি ব্যবহার করা হবে। যাতে একজনের টাকা অন্যজন তুলতে না পারে। বৃহস্পতিবার ইউএনও এবং মেয়রদের কাছে টাকা পৌঁছে দেয়া হবে।