‘অশালীন মন্তব্যের’ অভিযোগে দলীয় কার্যালয়ে সংঘর্ষ, আহত ১৫

‘অশালীন মন্তব্যের’ অভিযোগে দলীয় কার্যালয়ে সংঘর্ষ, আহত ১৫‘অশালীন মন্তব্যের’ অভিযোগে দলীয় কার্যালয়ে সংঘর্ষ, আহত ১৫

পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংগঠনের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১৫ আহত হয়েছেন।

দলের নারী কর্মীদের নিয়ে ‘অশালীন মন্তব্যের’ অভিযোগকে কেন্দ্র করে গলাচিপা উপজেলা চেয়ারম্যান মুহম্মদ সাহিন ও মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতুর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। মুহম্মদ সাহিন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন। অপর দিকে ওয়ানা মার্জিয়া উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও উপজেলা মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

আহত ব্যক্তিদের মধ্যে আবু হায়রা বেগম (৩৫) নামের এক নারীকে বরিশাল পাঠানো হয়েছে। অপর আহত সোহাগ প্যাদা (৩৫), মান্নান প্যাদা (৪০) ও সমির পালকে (৪৫) গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওয়ানা মার্জিয়ার পক্ষের নেতা–কর্মীদের অভিযোগ, গতকাল শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রার আগে দলীয় কার্যালয়ে বসে মুহম্মদ সাহিন মহিলা আওয়ামী লীগের নেতা–কর্মীদের সম্পর্কে অশালীন মন্তব্য করেন। এর প্রতিবাদে রোববার বিকেলে উপজেলা সদরে মহিলা আওয়ামী লীগের নেতা–কর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

এদিকে বিক্ষোভ মিছিলের ঘটনার প্রতিবাদে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহম্মদ সাহিন সন্ধ্যা সাড়ে ছয়টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন আহ্বান করেন।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছিলেন মুহম্মদ সাহিন। এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া, তাঁর ভাই গলাচিপা পৌর মেয়র আহসানুল হক ও তাঁর মা উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি নুর নাহার বেগম সমর্থকদের নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। উভয় পক্ষের হাতাহাতি, চেয়ার ভাঙচুর ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংঘর্ষের বিষয়ে ওয়ানা মার্জিয়া বলেন, দলীয় কার্যালয়ে বসে নারী কর্মীদের অশালীন ভাষায় কথা বলে এখন আবার নারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে কুৎসা রটাচ্ছেন মুহম্মদ সাহিন। বিষয়টি জেনে প্রতিবাদ করতে দলীয় কার্যালয়ে গেলে তাঁদের ওপর সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালানো হয়।

By নিজস্ব প্রতিবেদক

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *