অনুশীলনে পতাকা ওড়ানোর কারণ ব্যাখ্যা করল পাকিস্তান

অনুশীলনে পতাকা ওড়ানোর কারণ ব্যাখ্যা করল পাকিস্তান

পাকিস্তানের অনুশীলনে এখন পরিচিত দৃশ্যই এটা। অনুশীলনের সময় মাঠের একপাশে লাগানো থাকে সে দেশের পতাকা। বাংলাদেশেও দেখা গেছে সেটি। বিদেশের মাটিতে এভাবে পতাকা লাগানোর কারণটা এবার ব্যাখ্যা করেছেন পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। ম্যাচের আগের দিন পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে সেটার উত্তরে দলের সঙ্গে থাকা মিডিয়া ম্যানেজার বলেছেন, ‘আগেও বলেছি, সাকলাইন মুশতাক কোচ হওয়ার পর থেকে তাঁর কোচিং দর্শন হলো, মাঠে পতাকা লাগিয়ে রাখলে প্রেরণা মেলে ও উজ্জীবিত হওয়া যায়। সাকলাইন পাকিস্তান দলে যোগ দেওয়ার পর থেকেই এটা হচ্ছে। সেটা নিউজিল্যান্ড সিরিজে হোক বা বিশ্বকাপে কিংবা এখানে।’

বিশ্বকাপের আগে মিসবাহ-উল-হক সরে যাওয়ার পর পাকিস্তানের ভারপ্রাপ্ত হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অফ স্পিনার সাকলাইনকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে রমিজ রাজা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগেই সরে দাঁড়িয়েছিলেন মিসবাহ, পদত্যাগ করেছিলেন বোলিং কোচ ওয়াকার ইউনিসও। রমিজ এসে সাবেক অস্ট্রেলীয় ওপেনার ম্যাথু হেইডেন ও সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার ভারনন ফিল্যান্ডারকেও নিয়োগ দিয়েছেন। বিশ্বকাপে এ দুজন পাকিস্তান দলের সঙ্গে থাকলেও বাংলাদেশে আসেননি হেইডেন।

২০১৫ সালের পর এই প্রথমবার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান। এ সফরে তিনটি টি-টোয়েন্টির পর আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুটি টেস্টও খেলবে তারা। আগামীকাল হবে প্রথম টি-টোয়েন্টি, এরপরের দুটি ম্যাচ ২০ ও ২২ নভেম্বর। সব কটি ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।বাংলাদেশে এসে সময়টা অবশ্য উপভোগই করছেন, জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম, ‘করোনাভাইরাসের পর এখানে প্রথমবার দর্শক প্রবেশের অনুমতি মিলেছে, এটা দারুণ ব্যাপার। ক্রিকেটার হিসেবে, দল হিসেবে আমরা উপভোগ করব এবং বাংলাদেশে আমরা যখনই এসেছি, দর্শক সব সময় আমাদের সমর্থন করেছে। শুধু নিজেদের দলই নয়, পাকিস্তান দলকেও ওরা সমর্থন করেছে বেশ। এটা আমাদের বেশ ভালো লাগে এবং সহায়তাও করে।’ বাংলাদেশে এসে সমর্থন পেয়েও খুশি বাবর, ‘যখনই আমরা অনুশীলন করতে গিয়েছি, পুরোটা পথে লোক দাঁড়িয়ে থেকেছে, আমাদের সমর্থন করেছে, হাত নাড়িয়েছে। আমার তাই মনে হয়, বাংলাদেশের পাশাপাশি আমাদেরও অনেক সমর্থক আছে এখানে। অনুশীলনের সময়ও সেখানে লোকে আমাদের দেখেছে।’

By নিজস্ব প্রতিবেদক

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *