অদ্য শুক্রবার (১৭/০৯/২০২১ ইং) অন্নদানগর, পীরগাছা, রংপুর এর একঝাঁক স্বতঃফুর্ত, নিঃস্বার্থবাদী, নির্দলীয় তরুণদের নিয়ে গঠিত “অন্নদানগর তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন” কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসা ও এতিমখানা শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ, কায়দা,পাঞ্জাবী,ও ব্লাকবোর্ড বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোকিত আমাদের কিছু প্রিয় মানুষ মোঃ আব্দুর রহিম এস আই পীরগাছা থানা, মোঃ আমির হোসেন বিভাগীয় কর্মকর্তা ,আশা-ইন্টারন্যাশনাল,উগান্ডা,মোঃ হানিফ উদ্দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অন্নদানগর মহাবিদ্যালয়, মোঃমনজুরুল কাদের, মোঃ মিন্টু, নয়ন সহ অনেক অতিথি বৃন্দ।
সভাপতিত্ব করেন মোঃ আতাউর রহমান সহকারী প্রধান শিক্ষক অন্নদানগর উচ্চ বিদ্যালয়, অন্নদানগর, পীরগাছা, রংপুর। উপস্থাপনায় ছিলেন কৃষ্ণ কমল বর্ম্মন সহঃ শিক্ষক, অন্নদানগর উচ্চ বিদ্যালয়, অন্নদানগর, পীরগাছা, রংপুর।
উক্ত অনুষ্ঠানে এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ১৯ সেট পবিত্র কোরআন শরীফ, ২০ সেট কায়দা, ২১ সেট পাঞ্জাবী, ব্লাকবোর্ড বিতরণ করা হয়।
আজকের এই অনুষ্ঠানটি সফল করতে সর্বাত্বক প্রচেষ্ঠায় ছিলেন, মোঃ সমর আলী।