শিল্পকলা একাডেমি কোভিড-১৯ সংকটকাল শুরুর পর শিল্প-সংস্কৃতি অঙ্গনকে সক্রিয় রাখতে ‘আর্ট অ্যাগেইনস্ট করোনা’ শিরোনামে দেশব্যাপী অনলাইনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় ৫০০ নতুন শিল্প নির্মাণ করছে প্রতিষ্ঠানটি।
শিল্পকলা একাডেমির একটি সূত্রে জানা গেছে, সারা দেশের ৩০০ নাট্যদলের অংশগ্রহণে নির্মিত হচ্ছে ‘স্বল্প ব্যয়ে নতুন স্থানে নতুন নাটক’। যেখানে অভিনেতা-অভিনেত্রীসহ যুক্ত থাকবেন প্রায় ৩ হাজার ৫০০ নাট্যশিল্পী।