বিএসটিআই’র সিএম লাইসেন্স ছাড়া হ্যান্ড স্যানিটাইজার ও ছাড়পত্র ছাড়া আমদানি করা পণ্য বাজারজাত করায় একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
১৭ আগস্ট বুধবার ঢাকার বনানীতে একটি প্রতিষ্ঠানে লাইসেন্স ছাড়া স্যানিটাইজার বিক্রি করার অপরাধে জরিমানা গুনতে হয়েছে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার মোবাইল কোর্ট এ জরিমানা করেন।বিএসটিআই’র সিএম লাইসেন্স ছাড়া হ্যান্ড স্যানিটাইজার ও ছাড়পত্র ছাড়া আমদানিকৃত পণ্য বাজারজাত করছিল প্রতিষ্ঠানটি।অভিযানে কামাল আতাতুর্ক এভিনিউয়ে মক্কা ফার্মেসি লাইসেন্স ছাড়া হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করছিল। এছাড়া আমদানি করা বিস্কুট, চকলেট, শ্যাম্পু, স্কিন ক্রিমের কোনো ছাড়পত্র ছিল না। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে ফিল্ড অফিসার (সিএম) মো. আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।