এবার আবারও পেছাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দুই ধাপ পেছানোর পর । রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে । ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সম্মেলনকক্ষে রুটিন দায়িত্বে নিযুক্ত উপাচার্য ও উপ-উপাচার্য মো. সুলতান-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বিজ্ঞাপন আজ মঙ্গলবার । তবে সিদ্ধান্ত অনুযায়ী ৪ অক্টোবর, সোমবার সি ইউনিট; ৫ অক্টোবর, মঙ্গলবার এ ইউনিট ও ৬ অক্টোবর, বুধবার বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে । তবে প্রতিদিন ৩ শিফটে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা; দুপুর ১২টা থেকে বেলা ১টা এবং বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হবে।
রাবির মানবণ্টন যেভাবে
তবে সভায় ভর্তি পরীক্ষার আগের মানবণ্টন পদ্ধতি বহাল রাখা হয়েছে । তার ফলে পূর্বের মানবণ্টন অনুযায়ী এমসিকিউ প্রশ্নের আলোকে তিন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে । তবে মোট ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে । আর পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে । তবে প্রতিটি প্রশ্নের মান ১.২৫ । আর ৫টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। তবে এক ঘণ্টার এই পরীক্ষার পাস নম্বর ৪০ । তবে প্রতিদিন ৩ শিফটে ১৫ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন । তবে এবার তিন ইউনিটে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৫ হাজার।
আর বিদেশি শিক্ষার্থীদের ভর্তির আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর নির্ধারিত হয়েছে । তবে ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd -এর admission মেনু থেকেও জানা যাবে ।