মোটরসাইকেল নিয়ে পাল্লা, তিন তরুণ নিহত

সড়ক দুর্ঘটনা

ঝিনাইদহ থেকে ৮-১০টি মোটরসাইকেল চালিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন একদল তরুণ। এ সময় দ্রুতগতিতে চালানোর প্রতিযোগিতায় নামেন তাঁরা। একপর্যায়ে দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেলে তিন তরুণ নিহত হন।

শুক্রবার রাত পৌনে নয়টার দিকে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন বিপ্লব (২০) নামের আরও একজন। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত তিনজন হলেন, কুষ্টিয়া পৌরসভার জুগিয়া এলাকার সলেকের ছেলে জুয়েল হোসেন (২০), কুমারগাড়া এলাকার মনোয়ার হোসেনের ছেলে রাহুল (২৩), শওকত হোসেনের ছেলে ফারুক হোসেন (২২)।

জানতে চাইলে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, রাতে ঝিনাইদহ থেকে ৮-১০টি মোটরসাইকেলে করে দ্রুতগতিতে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন একদল তরুণ। বটতৈল এলাকায় পৌঁছালে হঠাৎ দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।

গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে জানিয়ে ওসি ইদ্রিস আলী বলেন, ‘ভাদালিয়া এলাকায় আমার সামনে দিয়েই মোটরসাইকেলগুলো দ্রুতগতিতে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। কয়েক মিনিট পরই দুর্ঘটনার খবর পেলাম। বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। লাশ তিনটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

By নিজস্ব প্রতিবেদক

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *