লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে দাপুটে জয় পেয়েছে আর্জেন্টিনা। অন্যতম প্রতিদ্বন্দ্বী উরুগুয়েকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা। এর আগের ম্যাচে প্যারাগুয়ের মাঠে গোলশূন্য ড্র করেছিল লা আলবিসেলেস্তেরা। ব্রাজিলের বিপক্ষে কোপা জয়ের দুই ম্যাচ পর পয়েন্ট ভাগাভাগি করেছিল আর্জেন্টিনা। তবে এবার উরুগুয়েকে পেতেই জ্বলে উঠল দুই বিশ্ব চ্যাম্পিয়নরা।
ঘরের ক্লাব রিভার প্লেটের মাঠ এস্তাদিও মনুমেন্টালে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। জিওভানি লো সেলসোর পাসে দীর্ঘদিনের বন্ধু লুইস সুয়ারেসদের বুকে আঘাত হানেন লিওনেল মেসি। পিএসজি ফরোয়ার্ডের গোলের পর ম্যাচে আলো ছড়ান লওতারো মার্তিনেস। ৪৪তম মিনিটে ইন্টার মিলান ফরোয়ার্ডের পাসে আর্জেন্টিনার ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো ডি পল।
আলো ছড়িয়েছেন সো সেলসোও। এই টটেনহাম মিডফিল্ডারের পাসেই ৬২তম মিনিটে দলের ব্যবধান ৩-০ করেন মার্তিনেস।পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করেছে লিওনেল স্কালোনির দল। ৬৩ শতাংশ বল দখলে রাখার পাশাপাশি ২৩টি শট নিয়েছে আর্জেন্টিনা। যেখানে লক্ষ্যে ছিল ১০টি। অন্যদিকে উরুগুয়ে ৩৭ শতাংশ বল দখলে রাখার পাশাপাশি ১০টি শট নেয়। লক্ষ্যে ছিল ৬টি।
এই জয়ে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চারে উরুগুয়ে।৯ ম্যাচ পর পয়েন্ট ভাগাভাগি করা ব্রাজিল ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। তিতের দলকে নিজেদের মাঠে গোলশূন্য ব্যবধানে রুখে দেওয়া কলম্বিয়া ১৫ পয়েন্ট নিয়ে আছে পাঁচে। তিনে থাকা ইকুয়েডরের পয়েন্ট ১৬।