নিজের সঙ্গে থাকা ব্যাগটি পাশে রেখে দোকান খুলছিলেন বিকাশ এজেন্ট আল আমিন। তালা খোলার পর ঘাড় ঘুরিয়ে দেখেন ব্যাগটি নেই। তন্ন তন্ন করে আশপাশে তাকিয়ে কাউকে ব্যাগ হাতেও দেখতে পাননি। ওই ব্যাগে ১২ লাখ টাকা ও ৮টি মুঠোফোন ছিল বলে জানান আল আমিন।
আজ সোমবার সকাল নয়টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ডের কুমিল্লা ট্রান্সপোর্ট দপ্তরের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ভুক্তভোগী আল আমিন মুরাদনগর থানায় লিখিত অভিযোগ করেছেন।
আল আমিন উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গকুল নগর গ্রামের শহীদ মিয়ার ছেলে। আল আমিনের ভাষ্য অনুযায়ী, প্রতিদিনের মতো সোমবার সকাল আনুমানিক নয়টায় দোকান খুলতে যান তিনি। দোকান খোলার সময় পাশে রাখা মুঠোফোন ও টাকা ভর্তি ব্যাগটি চোখের পলকে কে বা কারা নিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আল আমিন বলেন, ‘টাকা ও মোবাইল না পেলে আমাকে পথে বসতে হবে। ধারদেনা করে এ ব্যবসা দাঁড় করিয়েছি।’
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বলেন, পুলিশ অভিযোগ পাওয়ার পর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। টাকা ও মুঠোফোন উদ্ধারের চেষ্টাও চলছে।