মিল্ক ভিটা দুধের দাম বাড়ানোর সুপারিশ

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড মিল্ক ভিটা দুধের দাম বাড়ানোর সুপারিশ করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি দাম বাড়ানোর সুপারিশ করে।আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাজারের সঙ্গে বাস্তবতার নিরিখে দাম সমন্বয় করে মিল্ক ভিটা দুধের মূল্যবৃদ্ধির সুপারিশ করা হয়।

 

বৈঠক সূত্র জানায়, রোববারের বৈঠকে মিল্ক ভিটা নিয়ে আলোচনা হয়। বর্তমানে বাজারে মিল্ক ভিটার প্রতি লিটার পাস্তুরিত তরল দুধ বিক্রি হয় ৭৫ টাকায়। বৈঠকে মিল্ক ভিটার পক্ষ থেকে জানানো হয়, ২০২০ সাল থেকে করোনা পরিস্থিতির কারণে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করা সম্ভব হয়নি। ২০২০–২০২১ অর্থবছরে সংস্থাটি ১৩ লাখ টাকা লাভ করেছে।মিল্ক ভিটা পাস্তুরিত তরল দুধ, টোল্ড মিল্ক, ফ্লেভার্ড মিল্ক, ঘি, মাখন, ননিযুক্ত গুঁড়া দুধ, ননিবিহীন গুঁড়া দুধ, মিষ্টি দই, টক দইসহ ২১ ধরনের পণ্য বাজারজাত করে। তরল দুধের উৎপাদন বাড়াতে গত জানুয়ারিতে ক্যাটেল ডেভেলপমেন্ট খাতে টাকা কেটে রাখা বন্ধ করে লিটারপ্রতি ৬৫ পয়সা বাড়ানো হয়েছে। প্রাথমিক সমিতি থেকে শীতলীকরণ কেন্দ্রে দুধ পরিবহন ক্ষেত্রে ২৩ শতাংশ পরিবহন ব্যয় বেড়েছে।কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, স্বপন ভট্টাচার্য, মসিউর রহমান, রেবেকা মমিন, রাজী মোহাম্মদ ফখরুল, শাহে আলম, ছানোয়ার হোসেন এবং আবদুস সালাম মুর্শেদী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *