রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ঢুকতে না পেরে তার বাড়ির সামনে বিষপান করেছেন এক তরুণী (২৪)।
বর্তমানে ওই তরুণী তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। রবিবার (২১ নভেম্বর) উপজেলার রানীপুকুর ইউনিয়নের বলদীপুকুর মমিনপুরে এ ঘটনাটি ঘটে।এলাকাবাসী সূত্রে জানা যায়, মমিনপুর গ্রামের আনারুল (আনার) ছেলের সাথে পাশের বাড়ির শফিকুল ইসলামের মেয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠলে মন্জুরুল ইসলাম মন্জুকে মেয়েটি বিয়ের জন্য চাপ প্রয়োগ করেন।
কিন্তু মনজুরল বিয়ে করতে না চাইলে আজ বিকেলে ৪ টার দিকে মেয়েটি বিষপান করেন।এ ঘটনা শুনতে পেরে অভিযুক্ত যুবক মনজুরুলসহ তার পরিবারের সদস্যরা ঘরে তালা মেরে পালিয়ে যায়।মেয়েটির পরিবার মেডিকেল ভর্তি করাতে রাজি না হলে পথচারীরা ও স্হানীয় ভ্যানচালকের সহযোগিতায় মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়টি তিনি অবগত আছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।