Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী
    • Home
    • Rangpur
    • International
    • Islamic
    • Life Style
    • Insurance
    • Health
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী

    বিয়েতে যেসব সুগন্ধি ব্যবহার করেছিলেন ব্রিটিশ রানি ও রাজবধূরা

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকJanuary 30, 2022Updated:May 7, 2022No Comments3 Mins Read
    Default Image

    রানি দ্বিতীয় এলিজাবেথ বিয়েতে ব্যবহার করেছিলের সাধারণ সুগন্ধি
    মাত্র ১৩ বছর বয়সে প্রিন্স ফিলিপের প্রেমে পড়েছিলেন এলিজাবেথ। ১৮ বছর বয়সী প্রিন্স ফিলিপ তখন ব্রিটিশ নৌবাহিনীর সৈনিক। গ্রিসে আপন চাচার কাছে রাজত্ব হারিয়ে একপ্রকার পথে বসার মতোই অবস্থা হয়েছিল তাঁর। সেখান থেকে ব্রিটিশ রাজপরিবারে চাকরি জোটাতে না জোটাতেই প্রেম। শেষ পর্যন্ত তাঁদের প্রেমের কাছে নত হতে বাধ্য হয় ব্রিটিশ রাজপরিবার। ১৯৪৭ সালে ২০ নভেম্বর সম্পন্ন হয় প্রিন্স ফিলিপ ও রানি দ্বিতীয় এলিজাবেথের বিয়ে। বিয়ের আসরে সাধারণ, কম দামের সুগন্ধিই ব্যবহার করেছিলেন হবু রানি। তাঁর পছন্দ ছিল ফ্লোরিসের ‘হোয়াইট রোজ’। ভায়োলেট, জেসমিন আর কার্নেশনের সুবাস থেকে তৈরি সেই সুগন্ধি এখনো পাওয়া যায়। ২৫০ মিলিলিটার সুগন্ধির দাম পড়বে ৩ হাজার টাকা।

    প্রিন্সেস ডায়না বিয়ের পোশাকেই ঢেলে ফেলেছিলেন সুগন্ধি

    তাকে বলা হতো গণমানুষের রানি। ব্রিটিশ রাজপরিবারের মানুষের যেখানে সাধারণ লোকজনের সঙ্গে মেশা নিষেধ, সেখানে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছুটে যেতেন প্রিন্সেস ডায়না। মানুষের সঙ্গে মিশতে, মানুষের পাশে দাঁড়াতেই ছিল তাঁর আনন্দ।প্রিন্সেস ডায়না ও প্রিন্স চার্লসের বিয়ে ছিল রাজপরিবারের নতুন এক অধ্যায়। প্রায় ৩০০ বছরের প্রথা ভেঙে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ডায়না ও চার্লস। ৪৮০ বছরের পুরোনো চার্চে বিয়ের পর সদ্য বিবাহিত প্রিন্সেস ডায়নাকে চুমু খেতেই ভুলে গিয়েছিলেন প্রিন্স চার্লস। সেই ভুল শুধরে রাজপ্রাসাদের বেলকনিতে দাঁড়িয়ে প্রিন্সেস ডায়না ও প্রিন্স চার্লস চুমু খেলেন। সেটিই হয়ে দাঁড়াল ব্রিটিশ রাজপরিবারের বিবাহের আনুষ্ঠানিকতার সবচেয়ে আকর্ষণীয় অংশ।

    ২৫ ফুট লম্বা পোশাকে ছিল ১৮ ক্যারেট স্বর্ণের কাজ। আর সেদিন তাঁর সুগন্ধির তালিকায় ছিল হুবিগো ফ্রান্সের ‘কাল্কা ফ্লোরাল’। জেসমিন, চন্দন ও বার্গেমটের সুবাস থেকে তৈরি সুগন্ধি এতই পছন্দ হয়েছিল যে ব্যবহার করতে গিয়ে নিজের ড্রেসে অনেকখানি ফেলে দিয়েছিলেন প্রিন্সেস ডায়না। সেটি লুকাতে বিয়ের আনুষ্ঠানিকতার প্রায় পুরোটা সময় পোশাকের সে অংশটা ধরে রেখেছিলেন তিনি। ছবিতে দেখে মনে হয়েছে হাঁটার সুবিধার জন্য ড্রেস উঁচু করে রেখেছেন তিনি। কিন্তু সত্যিটা ছিল, নিজের রাজকীয় পোশাক থেকে সুগন্ধির দাগ গোপন করার জন্যই তিনি গাউনটা ওভাবে ধরে ছিলেন। হুবিগো ফ্রান্সের ‘কাল্কা ফ্লোরাল’ এখনো পাওয়া যায়। দাম পড়বে ১১ হাজার থেকে ৫১ হাজার টাকা।

    ১০ বছরের পরিচয়কে পরিণয়ে পরিণত করেছিলেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। তাঁদের প্রথম পরিচয় হয়েছিল বিশ্ববিদ্যালয়ে। সেখানে এক ফ্যাশন শোতে কেটকে দেখে ভালো লাগে প্রিন্স উইলিয়ামের। ৮ বছরের প্রেম শেষে ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজন। ভিক্টোরিয়ান ডিজাইনের বিয়ের পোশাকে আলেকজেন্ডার ম্যাককুইন এনেছিলেন আধুনিকতার ছোঁয়া।বিয়ের দিন গায়ে মেখেছিলেন ইলুমিনিয়াম লন্ডনের ‘হোয়াইট গার্ডেনিয়া প্যাটেলস’। আগের রানি ও রাজবধূদের মতো এটিও ছিল ফুলেল সুগন্ধি, কিন্তু একেবারেই নতুন। রাজবধূ কেট মিডলটনের জন্য প্রথম বানানো হয়েছিল এই সুগন্ধি। এরপর আস্তে আস্তে শুরু হয় এই সুগন্ধির বাজারজাতকরণ। ১০০ মিলি সুগন্ধি কিনতে খরচ পড়বে ১২৫ পাউন্ড বা সাড়ে ১৪ হাজার টাকা।

    কেট বিয়েতে এই সুগন্ধি ব্যবহার করেছিলেন
    প্রিন্সেস ডায়নার ছোট ছেলে প্রিন্স হ্যারির বিয়ে এখন পর্যন্ত ব্রিটিশ রাজপরিবারের সর্বশেষ বিয়ে। যদিও রাজপরিবার আর পদবি সবই ছেড়েছেন এই জুটি। ব্রিটিশ রাজপরিবারে আসার আগে মেগান মার্কেল ছিলেন অভিনেত্রী। নিজেদের বন্ধুদের মাধ্যমে হ্যারির সঙ্গে পরিচয়, সেখান থেকে এক বছরের মাথায় প্রেম থেকে বিয়ে পর্যন্ত গড়ায় তাঁদের সম্পর্ক। ছোটবেলা থেকেই রাজপরিবারের বাঁধাধরা নিয়মে থাকতে চাইতেন না হ্যারি। তাঁর বিয়ে নিয়েও কম জল ঘোলা হয়নি।শেষ পর্যন্ত ২০১৮ সালের অক্টোবরে রাজকীয়ভাবেই সম্পন্ন হয় এই দুজনের বিয়ে। বিয়েতে বেশ সাধারণ সাজেই সেজেছিলেন মেগান। কিন্তু সুগন্ধির ব্যাপারে কোনো ছাড় দেননি। বেছে নিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথের পছন্দের ব্র্যান্ড ‘ফ্লোরিস’। বার্গামোতো দি পোশিতানো নামের এই সুগন্ধিতে ছিল ভ্যানিলা ও বিশেষ একধরনের লেবুর সুগন্ধ। এটিই তালিকার একমাত্র সুগন্ধি, যা বাজারজাত করা হয়নি, শুধু মেগান মার্কেলের জন্যই বানানো হয়েছিল।

    নিজস্ব প্রতিবেদক
    • Website

    নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে পাঠকের কাছে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেয়। তারা ঘটনার প্রকৃত তথ্য ও বিশ্লেষণ তুলে ধরে যাতে পাঠক বিস্তৃত ও স্বচ্ছ ধারণা পেতে পারেন। নিজস্ব প্রতিবেদকদের লক্ষ্য হলো দ্রুত এবং নিখুঁত প্রতিবেদনের মাধ্যমে সমাজে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা।

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক
    • সুস্থ যৌনজীবনের জন্য জরুরি ১০টি পরামর্শ
    • গর্ভাবস্থায় মা ও শিশুর যত্নের সম্পূর্ণ গাইড
    • ব্যায়ামের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার কৌশল
    • ডিপ্রেশন মোকাবিলায় প্রাকৃতিক সমাধান
    • ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর খাবারের তালিকা
    • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করার উপায়
    • শীতকালে সুস্থ থাকার ৭টি টিপস
    • গরমে সুস্থ থাকার জন্য করণীয় ও বর্জনীয়
    • শরীরের জন্য পর্যাপ্ত ঘুমের গুরুত্ব
    • মানসিক চাপ কমিয়ে সুস্থ থাকার কৌশল
    • শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়
    • চোখের সুস্থতা বজায় রাখার ঘরোয়া টিপস
    • হার্টের যত্নে কোন খাবার বেশি খাবেন
    • উচ্চ রক্তচাপ কমানোর প্রাকৃতিক পদ্ধতি
    • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার সহজ উপায়
    • প্রেমে একে অপরকে সময় দেওয়ার গুরুত্ব
    • দীর্ঘদিনের সম্পর্ককে নতুন করে সাজানোর কৌশল
    • প্রেমে আস্থা নষ্ট হলে কীভাবে ফিরিয়ে আনবেন
    • সোশ্যাল মিডিয়ায় রিলেশনশিপ পরিচালনার টিপস
    • প্রেমিক-প্রেমিকার মধ্যে রাগ কমানোর ৫টি পদ্ধতি
    Facebook X (Twitter) Instagram Pinterest

    Type above and press Enter to search. Press Esc to cancel.