ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের বেলতলা গ্রামে স্বামী-স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছে।মাত্র ৫ মাস আগে প্রেমের সর্ম্পক ধরে তাদের বিয়ে হয়েছিল। রোববার (২২ আগস্ট) দুপুরে ঘরের দরজা বন্ধ করে তারা একই সঙ্গে বিষপান করে।
সূত্রে জানা যায়, ভালোবাসার সম্পর্ক থাকায় তারা গত কয়েক মাস আগে পালিয়ে বিয়ে করে রাহিন মন্ডল (২৪) ও আকিতারা (২০)। রাহিন মন্ডলের বাবার নাম মো. আলী হোসেন মন্ডল। আর আকিতার বেগত একই জেলার মহেশপুর উপজেলার সামন্তা ইউনিয়নের ডালভাঙা গ্রামের আমির হোসেনের মেয়ে।
পালিয়ে বিয়ে করার পরেও পারিবারিকভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়। রাহিনের শ্বশুর বাড়ির লোকজন আসা-যাওয়া নিয়ে গত কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। আজ দুপুরে ঘরের দরজা বন্ধ করে দুজনেই বিষপান করে। কিছু সময় তাদের সারা শব্দ না পেয়ে বাড়ির লোক ও প্রতিবেশীরা দরজা ভেঙ্গে দুজনকেই বের করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আকিতারা মারা যায় । তার মৃত্যুর ঠিক ১০ মিনিট পর রাহিনও মারা যায়। তাদের দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসক শামীমা সুলতানা।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, স্বামী স্ত্রীর এক সাথে বিষ পানে আত্বহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।