বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও তা যথেষ্ট নয়, তাই দেশে এখনই জ্বালানি তেলের দাম কমানো হচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।গতকাল রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।তিনি বলেন, তেলের বাজারের দিকে আমাদের নজর রয়েছে। ভবিষ্যতে তেলের বাজার বিশ্লেষণ করে জ্বালানি তেলের দর সমন্বয়ের বিষয়টি বিবেচনা করা হবে।
বিশ্ববাজারে কমলেও দেশে জ্বালানি তেলের দাম এখনই কমছে না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে পাঠকের কাছে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেয়। তারা ঘটনার প্রকৃত তথ্য ও বিশ্লেষণ তুলে ধরে যাতে পাঠক বিস্তৃত ও স্বচ্ছ ধারণা পেতে পারেন। নিজস্ব প্রতিবেদকদের লক্ষ্য হলো দ্রুত এবং নিখুঁত প্রতিবেদনের মাধ্যমে সমাজে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা।