সিরাজগঞ্জের তাড়াশে বিয়ে বাড়িতে কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে আব্দুর রহমান (২০) নামের এক ডেকোরেটর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আব্দুর রহমান উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামের মৃত দিল মাহমুদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই মাওলানা জিয়াউর রহমান।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ডেকোরেটর শ্রমিক আব্দুর রহমান শুক্রবার বিকেলে পার্শ্ববর্তী সাচাঁন দিঘী গ্রামের আব্দুস সোবাহানের মেয়ের বিয়ের অনুষ্ঠানে ইলেকট্রিসিটির কাজ করার সময় অসাবধানতা বশত বিদ্যুতের তারে জড়িয়ে যান। এ সময় স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাডাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে তাডাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রুম্মন হোসেন খান বলেন, আব্দুর রহমানকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়ছে।
এ বিষয়ে তাডাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে আশিক বলেন, কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া।