বাংলাদেশসহ ছয় দেশের (বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা) ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাপান।বাংলাদেশ থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাপান।২০ সেপ্টেম্বর সোমবার থেকে এসব দেশের ভ্রমণকারীরা ফের জাপানে প্রবেশ করতে পারবেন।১৮ সেপ্টেম্বর শনিবার এ খবর জানিয়েছে জাপান টাইমস।
গত জুনে দেশগুলো থেকে ভ্রমণ প্রায় শতভাগ নিষিদ্ধ করে জাপান সরকার। এমনকি এই দেশসমূহে অবস্থানকারীদের টিকা নেওয়া এবং জাপানে স্থায়ী বসবাসের অনুমতি থাকলেও প্রবেশ নিষিদ্ধ করা হয়।তবে সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় শর্তসাপেক্ষে ফের প্রবেশাধিকার দিয়েছে জাপান।
জাপান সরকারের ঘোষণা অনুসারে, বাংলাদেশসহ ৪০টির বেশি দেশ ও অঞ্চলের ভ্রমণকারীদের জাপানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে করোনা পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হবে।এরপর সরকার নির্ধারিত স্থানে তিনদিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপর আরও করোনা পরীক্ষা করাতে হবে।ফলাফল নেগেটিভ এলে ১৪ দিন কোয়ারেন্টাইনের বাকি সময়টা নিজ বাড়ি অথবা পছন্দমতো স্থানে সেলফ-আইসোলেশনে থাকতে দেওয়া হবে।এছাড়া অন্য দেশ থেকে আগত ভ্রমণকারীদেরও জাপান প্রবেশের পর সেলফ-আইসোলেশনে থাকা বাধ্যতামূলক। কোয়ারেন্টাইনের ১৪ দিন ভ্রমণকারীদের গণপরিবহন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।