ন্যাংটো হয়ে ছবি তোলাও অপরাধ নয়-তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন হট ছবি, তসলিমা নাসরিনের কবিতা, তসলিমা নাসরিনের অশ্লীল উক্তি, taslima nasrin, bangla news, taslima nasreen, তসলিমা নাসরিন বই, তসলিমা নাসরিন pic, লজ্জা তসলিমা নাসরিন, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ও তসলিমা নাসরিন , তসলিমা নাসরিন এর উক্তি , তসলিমা নাসরিন ব্লগ, তসলিমা নাসরিন কবিতা একা, তসলিমা নাসরিন images, তসলিমা নাসরিন pdf, তসলিমা নাসরিন এর কবিতা,pori moni,pori moni news,taslima nasrin,pori moni arrest,পরীমনি আটক,bangla media news,bangla showbiz news,bangla news,bangla news today, daily ajkernews,bangla news update,ওয়ার্ল্ড নিউজ,গরম খবর,প্রবাসীর খবর,stayathome,socialdistance,fightcorona,stay_safe,taslima nasrin,taslima nasrin kobita,taslima nasrin interview,taslima nasrin attack,taslima nasreen,তসলিমা নাসরিন,bangladesh,তসলিমা নাসরিনের কবিতা,তসলিমা নাসরিনের লজ্জা বই ডাউনলোড,তসলিমা নাসরিনের খারাপ কবিতা,bangla news,taslima nasrin nastik,taslima nasrin bangla interview,taslima nasrin lajja, documentary of taslima nasrin,biography of taslima nasrin in bangla,biography of taslima nasrin,taslima nasrin,তসলিমা নাসরিন এর জীবনী,তসলিমা নাসরিন,জীবনী,বাংলা জীবনী,bangla biography,bangla documentary, bangla news,news tv bangla live,news update bd all,today bangla news,bangla news 24,bangla news bd,bangla news live,bangla news online,www bangla news,bangla news today,live bangla news,bangla news video,breaking news bd,bd news live,bd news today,bd news tv,taslima nasrin,bangladesh,news in english,তাসলিমা নাসরিন,farhad mazhar,latest news,ফরহাদ মজহার,condom,taslima nasreen,taslima farhad,taslima forhad

চিত্রনায়িকা পরীমণির বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ মুখ খুলেছেন লেখিকা তসলিমা নাসরিন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে তিনি ফেসবুকে স্ট্যাস্টাস দেন।

স্ট্যাটাসে তিনি বলেন, ‘র‍্যাবের ব্রিফিং দেখলাম পরীমণিকে নিয়ে। আমি শুধু শুনতে চাইছিলাম কত ভয়ংকর অপরাধ করেছে পরীমণি। অপরাধের মধ্যে যা বলা হয়েছে, তা হলো, ১ পিরোজপুর থেকে ঢাকায় এসে স্মৃতিমণি ওরফে পরীমণি সিনেমায় রাতারাতি চান্স পেয়ে গেছে। ২. তার বাড়িতে বিদেশি মদের বোতল পাওয়া গেছে। ৩. তার বাড়িতে একখানা মিনি বার আছে। ৪. পরীমণি মদ্যপান করে, এখন সে মদে আসক্ত। ৫. নজরুল ইসলাম নামের এক প্রযোজক, যে তাকে সাহায্য করেছিল সিনেমায় নামতে, মাঝে মধ্যে পরীমণির বাড়িতে আসে, মদ নিয়ে আলোচনা হয়। ৬. আইসসহ মাদকদ্রব্য পাওয়া গেছে ( এগুলোর চেহারা অবশ্য দেখানো হয়নি)। ৭. মদ খাওয়ার বা সংগ্রহ করার লাইসেন্স আছে পরীমণির, তবে তার মেয়াদ পার হয়ে গেছে, এখনও রিনিউ করেনি সে।’

তিনি আরও লেখেন, ‘তারপর আরও কিছু খবর দেখলাম, পরীমণি পর্নো ছবির সঙ্গে যুক্ত ছিল। না এটিরও প্রমাণ কিছু দেখানো হয়নি। মদ খাওয়া, মদ রাখা, ঘরে মিনিবার থাকা কোনওটিই অপরাধ নয়। বাড়িতে বন্ধুবান্ধব আসা, এক সঙ্গে মদ্যপান করা অপরাধ নয়। কারো সাহায্য নিয়ে সিনেমায় নামা অপরাধ নয়। কারো সাহায্যে মডেলিং এ চান্স পাওয়া অপরাধ নয়। কোনো উত্তেজক বড়ি যদি সে নিজে খায় অপরাধ নয়। লাইসেন্স রিনিউ-এ দেরি হওয়া কোনো অপরাধ নয়। ন্যাংটো হয়ে ছবি তোলাও অপরাধ নয়।’

তসলিমা নাসরিন বলেন, ‘অপরাধ তবে কোথায়? যে অপরাধের জন্য দামি গ্লেন ফিডিশ মল্ট হুইস্কিগুলো বাজেয়াপ্ত করা হলো, মেয়েটাকে গ্রেফতার করা হলো। যে কটা মদ ভর্তি বোতল দেখা গেল পরীমণির বাড়িতে, মদের লাইসেন্স যাদের আছে, তাদের বেসমেন্টের সেলারে এর চেয়ে অনেক বেশি থাকে। একটা দুটো পার্টিতেই সব সাবাড় হয়ে যায়। পরীমণি আবার মদ শেষ হয়ে গেলে খালি বোতল জমিয়ে রাখে। বোতলগুলো দেখতে ভালো বলেই হয়তো। কী জানি, এও আবার অপরাধের তালিকার মধ্যে পড়ে কিনা।’

তিনি আরও লেখেন, ‘সত্যিকার অপরাধ খুঁজছি। কাউকে কি জোর করে মাদক গিলিয়েছে, প্রতারণা করেছে মেয়েটি, কাউকে খুন করেছে? অনেকে বলছিল খুব গরিব ঘর থেকে উঠে এসে ধনী হয়েছে পরীমণি। গরিব থেকে ধনী হওয়া পুরুষগুলোকে মানুষ সাধারণত খুব প্রশংসা করে। কিন্তু মেয়ে যদি গরিব থেকে ধনী হয়, তাহলেই চোখ কপালে ওঠে মানুষের। কী করে হলো, নিশ্চয়ই শুয়েছে। যদি শুয়েই থাকে, তাহলে কি জোর করে কারও ইচ্ছের বিরুদ্ধে শুয়েছে? ধর্ষণ করেছে কাউকে। পুরুষেরা যেমন দিন রাত ধর্ষণ করে মেয়েদের, সেরকম কোনও ধর্ষণ?’

তিনি বলেন, ‘অপরাধ খুঁজছি। নাকি মেয়ে হওয়াটাই সবচেয়ে বড় অপরাধ?’

By নিজস্ব প্রতিবেদক

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *