দিনাজপুরে ইউপি চেয়ারম্যানকফিল উদ্দীন আহাম্মেদ করোনায় মারা গেলেন।
দিনাজপুর জেলার বোঁচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দীন আহাম্মেদ করোনায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (১৪ আগস্ট) সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার ছেলে আসলাম আলী জানায় , দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জুলাই করোনার টেস্টে বাবার পজিটিভ ধরা পড়েছিল । এর পর থেকে তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন।
আসলাম আলী আরও বলেন, আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ৮ আগস্ট দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে আটটায় মৃত্যুবরণ করেন তিনি।
তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী সহ দুই ছেলে ও তিন কন্যা। তিনি ৪ নম্বর আটগাঁও ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ছিলেন। তার মৃত্যুতে এলাকায়া শোকের ছায়া নেমে এসেছে।