সম্প্রতি আয়কর বিভাগ থেকে একটি নোটিশ পান প্রতাপ সিং। আয়কর বাবদ তিন কোটি রুপির বেশি পরিশোধ করতে বলা হয় তাঁকে। পেশায় রিকশাচালক প্রতাপ সিংয়ের তো মাথায় হাত। উপায়ান্তর না দেখে গতকাল রোববার স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রতাপ সিং উত্তর প্রদেশের মথুরার বাকালপুর এলাকার অমর কলোনির বাসিন্দা। আয়কর বিভাগ থেকে এ নোটিশ পাওয়ার পর প্রতারিত হওয়ার অভিযোগ তুলে তিনি স্থানীয় হাইওয়ে পুলিশ স্টেশনে গিয়ে একটি অভিযোগ দাখিল করেছেন।
স্টেশন হাউস অফিসের (এসএইচও) কর্মকর্তা অনুজ কুমার বলেন, প্রতাপ সিংয়ের অভিযোগের ভিত্তিতে কোনো মামলা হয়নি। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। এদিকে প্রতাপ সিং সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন, যেখানে তাঁর সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনার বর্ণনা দিতে দেখা যাচ্ছে। প্রতাপ সিং বলেন, ব্যাংক থেকে তাঁর কাছে স্থায়ী অ্যাকাউন্ট নম্বর কার্ড বা প্যান কার্ড চাওয়া হলে গত ১৫ মার্চ বাকালপুরে জনসুবিধা কেন্দ্রে তিনি আবেদন করেন। এরপর তিনি সঞ্জয় সিং নামের একজনের কাছ থেকে প্যান কার্ডের একটি রঙিন ফটোকপি পান।
ভিডিওতে প্রতাপ সিং বলেন, অক্ষরজ্ঞান না থাকায় তিনি প্রকৃত প্যান কার্ড এবং একই রকম দেখতে রঙিন ফটোকপির মধ্যে কোনো পার্থক্য করতে পারেননি। তিন মাস ধরে প্যান কার্ডের জন্য চেষ্টা করার পর এমন প্রতারণার শিকার হতে হয় বলে ক্ষোভ জানান প্রতাপ। প্রতাপ সিং বলছেন, ১৯ অক্টোবর আয়কর বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে ফোন পান তিনি। আয়কর হিসেবে তাঁকে ৩ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৮৯৬ হাজার রুপি পরিশোধ করতে বলা হয়। আয়কর বিভাগের কর্মীরা বলছেন, ব্যবসায়িক উদ্দেশ্যে কেউ তাঁর নাম ব্যবহার জিএসটি নম্বর নিয়ে এই কাজ করেছে।