ঢাবিতে ‘গেস্টরুমে’ নির্যাতনের শিকার শিক্ষার্থী আজও হলের বাইরে

ঢাবিতে ‘গেস্টরুমে’ নির্যাতনের শিকার শিক্ষার্থী আজও হলের বাইরে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ‘গেস্টরুমে’ (হলের অতিথিকক্ষ) নির্যাতনের শিকার আবু তালিব আজ শনিবারও হলে উঠতে পারেননি।

প্রাধ্যক্ষের আশ্বাস পেলেও ভয়ের কারণে আবু তালিব হলে ওঠেননি। এদিকে নির্যাতনের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন।

আজ শনিবার সন্ধ্যায় আবু তালিব বলেন, তিনি এখনো ভয়ে ক্যাম্পাসের বাইরে রয়েছেন।

এ বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ মো. আকরাম হোসেনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘ঘটনা তদন্তে শুক্রবার পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রাধ্যক্ষ আরও বলেন, ‘আবু তালিবকে আমি হলে ডেকেছি। তাকে অভয় দিয়েছি। হয়তো শিগগিরই তার সঙ্গে সরাসরি কথা হবে।’

বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু হলের ২০১ (ক) নম্বর কক্ষে ‘মিনি গেস্টরুমে’ নির্যাতনের শিকার হন অপরাধবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবু তালিব। তাঁকে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে হলের তৃতীয় বর্ষে অধ্যয়নরত ছাত্রলীগের কর্মী শেখ শান্ত আলম ও ইমদাদুল হক ওরফে বাঁধনের বিরুদ্ধে। এ সময় ছাত্রলীগ কর্মী শাহাবুদ্দিন ইসলাম ওরফে বিজয় ও নাহিদুল ইসলাম ওরফে ফাগুন তালিবকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ উঠেছে।

হলের অতিথিকক্ষে ডেকে নির্যাতন চালানোর ঘটনা শিক্ষার্থীদের কাছে ‘গেস্টরুম নির্যাতন’ নামে পরিচিত। অন্যদিকে হলের কোনো কক্ষে ডেকে নির্যাতন করা হলে একে শিক্ষার্থীরা ‘মিনি গেস্টরুম’ নির্যাতন বলে থাকেন।

সাধারণত প্রথম বর্ষের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গেস্টরুম নির্যাতনের শিকার হওয়া বিষয়ে অভিযোগ করতে দেখা যায়। এবার দ্বিতীয় বর্ষের কোনো শিক্ষার্থীর নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ উঠল।

এদিকে বৃহস্পতিবার ছাত্রলীগের কর্মসূচিতে যোগ না দেওয়ায় ১০ জন শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়া হয়। কর্মসূচিতে অনিয়মিত হওয়ার অভিযোগে হল ছাড়া হওয়া এই শিক্ষার্থীরা পরে হলে উঠেছেন। তাঁদের একজন শনিবার বলেন, ছাত্রলীগের ‘বড় ভাইদের’ সঙ্গে কথা বলে তাঁরা হলে ওঠার অনুমতি পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *