ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন চারজন । চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত এবং মৃতের সংখ্যায় রেকর্ড করেছে আগস্ট মাস। এ মাসের ২১ দিনে মোট মৃতের সংখ্যা ২৩ জন এবং আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯২ জন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর ।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭৮ জন । এদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ২৫৭ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছে ২১ জন বলে জানায় অধিদপ্তর ।
শনিবার বিকেলে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনের তথ্য অনুযায়ী বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা মোট রোগীর সংখ্যা ১ হাজার ২০৬ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ১১৯ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৮৭ জন।
এদিকে চলতি বছরের শুরু থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭৫০ জনে। ভর্তি হওয়া রোগীদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ৫০৯ জন।
এ বছর ডেঙ্গুতে মোট মারা গেছে ৩৫ জন। এদের মধ্যে চলতি বছরের জুলাইয়ে ১২ জন এবং আগস্ট মাসে ২৩ জন মারা গেছে ।