“জীবন প্রদীপ”

কবিতারা আসে না, আসে না কোনো পঙক্তি,
লিখার জন্য আমার হাত নিশপিশ করে
তবুও আমি লিখতে পারি না।
কেন বলো তো?
কারণ তুমি নেই।
তোমাকে ঘিরে যে আমার সব কবিতা,
তুমি তো কোনোদিন পড়েও দেখলে না,
জানলে না, তোমাকে নিয়ে আমার
সহস্র সাজানো স্বপ্নের কথা।
তোমার অভিযোগে আমি
নির্বাক তাকিয়ে থাকি,
তোমার রাগান্বিত কথার আগুনে
জ্বলে পুড়ে শেষ হয়ে যাই
আমি ভিতরে ভিতরে।
তোমার কষ্টের সঙ্গী হতে চেয়ে
অপমানিত হয়েছি, সহ্য করেছি
কত মানসিক যন্ত্রণা।
তবুও তোমাকে বুঝতে দেই না,
আর তুমি? তুমিও কখনো বুঝতে চাওনি।
ভালো থাকার নাটকে কি যে যন্ত্রণা!
বেদনার নীল আলোয়ান জড়িয়েছি কলেবরে
সুখের উষ্ণতা পাবার আশায়,
কোথায় সেই সুখ?
নিয়তির ভেলায় চলছি অবিরাম
ঠিকানা বিহীন বন্ধুর পথে
সূর্যাস্ত ঘনিয়ে আসে আর
আমার জীবন প্রদীপ নিভে।

Writer: Mahazabin Sharmin Priya

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *