বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় নেতার্মীদের ওপর পুলিশের হামলার নিন্দা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংঘর্ষের পর মঙ্গলবার দুপুরে সেখানে গিয়ে তিনি বলেন, আগামীতে সরকার পতন আন্দোলনে ভূমিকা রাখবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
বিএনপি নেতাকর্মীরাই আগে ইট-পাটকেল নিক্ষেপ করেছে- পুলিশের এমন অভিযোগের জবাবে দলের মহাসচিব বলেন, এটা মিথ্যা। পুলিশ নেতাকর্মীদের মাজারে যেতে বাধা দিয়েছে।
বহু নেতাকর্মী আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, সব তথ্য নিয়ে হতাহতদের সংখ্যা পরে জানানো হবে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে।
বিএনপি নেতাদের অভিযোগ, ঢাকা উত্তর ও দক্ষিণে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতার সমাধিতে ফুল দিতে যান তারা। তবে পুলিশ তাদের সেখানে যেতে বাধা দেয়।
তাদের দাবি, একপর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় টিয়ারশেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
তবে পুলিশের দাবি, সংসদ ভবন এলাকায় বিএনপির কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা ছিল। এ সংঘর্ষের জন্য বিএনপি নেতাকর্মীরা দায়ী।