ফের চোটে পড়েছেন তামিম ইকবাল। নতুনভাবে আঙুলের চোটে পড়ায় নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) ছেড়ে দেশে ফিরেছেন তিনি।
ইপিএলের এলিমিনেটর ম্যাচে বুধবার তামিমের দল ভৈরহাওয়া গ্ল্যাডিয়েটর্স মুখোমুখি হয় কাঠমান্ডু কিংস একাদশের। সেই ম্যাচে ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে ব্যর্থ হলেও জয় পায় তার দল।
কিন্তু ভৈরহাওয়ার জন্য দুঃসংবাদ, বাকি ম্যাচে টাইগার ওপেনারকে পাচ্ছে না তারা। কাঠমান্ডুর বিপক্ষে ম্যাচে চোটে পড়েন তামিম। আঙুল ফুলে গেছে ৩২ বছর বয়সী বাঁহাতি ব্যাটারের। পরের ম্যাচ খেলা ঝুঁকিপূর্ণ হতে পারে ভেবে আসরে দলের গুরুত্বপূর্ণ সময়ে দেশে ফিরেছেন তামিম।
পুরোনো চোট থেকে সেরে উঠতেই আবারও নতুন করে চোটে পড়ায় ইপিএল শেষ হয়ে গেছে বাংলাদেশ জাতীয় দলের এই বাঁহাতি ওপেনারের। বৃহস্পতিবার সকালের ফ্লাইটে দেশে ফেরেন তিনি। বর্তমানে ঢাকায় নিজ বাসায় আছেন তামিম। সাবধানতাবশত আপাতত ব্যাটিং বা অনুশীলন থেকে দূরে থাকবেন তিনি।
গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজ খেলার পরে বিশ্রামে যান তামিম। হাঁটুর চোট থেকে সেরে উঠতে আট সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়ায় থাকেন তিনি। কিন্তু সুস্থ হলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার ঘোষণা দেন তামিম। ইপিএল দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন তিনি